সামসারা আদতে তিন বন্ধুর গল্প। ১৮ বছর পরে দেখা হয় স্কুলের তিন বন্ধুর। গল্প-আড্ডা-স্মৃতিচারণ-ঝগড়া-খুনসুটি আর তার পর ঘটনা বাঁক নিতে থাকে অন্য দিকে। আগামী ২ অগস্ট মুক্তি পাচ্ছে ‘সামসারা’। পরিচালক অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়। এই ছবিতে অভিনয় করেছেন তিন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং ইন্দ্রজিৎ চক্রবর্তী।
সামসারা পরিচালকের পনেরো নম্বর ছবি। সামসারার ট্রেলার মানুষ খুব পছন্দ করেছেন। এবিষয়ে পরিচালক অভিজিৎ গুহ জানাচ্ছেন, “সেটা এক দিক থেকে যেমন ভাল, অন্য দিকে তেমনই চিন্তারও বিষয়। মানুষের এক্সপেক্টেশন বাড়ছে। কী যে হবে!” তবে সুদেষ্ণা রায় এবিষয়ে অনেক পজিটিভ।
এই ছবিতে কিছু অভিনেত্রী রয়েছেন, তবে ছবিত গল্পের স্বার্থে এখন সমস্তটা খোলসা করতে চাননি পরিচালকেরা। ছবির অভিনেতা ঋত্বিক চক্রবর্তী যেমন বললেন, “রানাদা যেমন বলল এটা তিন বন্ধুর গল্প। তবে তাদের জীবনে অনেক ইন্টারেস্টিং নারী আছে। বিষয়টা এমন নয় যে এই তিন পুরুষের চারিদিক খটখটে”। ইন্দ্রজিৎ জানালেন, “সত্যি, এটা ছেলে-মেয়ে, এই বিষয়ে সীমিত নয়। সমদর্শীর চরিত্রটা তো ভীষণ ইন্টারেস্টিং”। সবাই এখন এই ছবির রহস্যভেদের অপেক্ষায়৷ সুদেষ্ণা রায় জানাচ্ছেন, “আমরা ছবি বানাই দর্শকের জন্য, নিজের জন্য নয়। শুধু নিজের জন্য ছবি তৈরি করলে কবিতার মতো দৃশ্য তৈরি করে পকেটে রেখে দিতাম”।