যাদবপুর ও টালিগঞ্জ বাসিন্দাদের দীর্ঘদিনের জলের সমস্যা সমাধানে উদ্যোগী হল কলকাতা পুরসভা। খুব শীঘ্রই চার নম্বর ঢালাই ব্রিজের কাছে গড়িয়া বুস্টার পাম্পিং স্টেশনের কাজ শুরু হবে। দশ এমজিডি ক্ষমতা সম্পন্ন এই পাম্পিং স্টেশন কাজের জন্য ঢালাই ব্রিজ এর কাছে তিন একর জমি চিহ্নিত করা হয়েছে।
সূত্রের খবর, এইসমস্ত এলাকার মানুষের পানীয় জলের সমস্যা নিবারণে গড়িয়া ঢালাই ব্রিজের কাছে প্রতিদিন ১০ মিলিয়ন গ্যালন ক্ষমতাসম্পন্ন একটি জল উৎপাদন কেন্দ্র গড়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা। এই কাজের জন্যে কেএমডিএ’র তরফে কলকাতা পুরসভার হাতে তিন একর জমি তুলে দেওয়া হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম এই কথা জানিয়েছেন।
ফিরহাদ বলেন, আমি মেয়র হওয়ার সময়ই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই এলাকায় জলের সমস্যার কথা আমায় বলেছিলেন। তখনই এই প্রকল্পের পরিকল্পনা করা। রাজ্য সরকারের থেকে টাকা এলেই কাজ শুরু হবে। এই প্রকল্পের জন্য ৯০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
সূত্রের খবর, কেএমডিএ’র একটি প্রকল্প অনুযায়ী খিদিরপুরের ভূতঘাট থেকে গঙ্গার জল উত্তোলন করে তা পাইপলাইনের মাধ্যমে নিয়ে যাওয়া হবে সোনারপুরে এবং বারুইপুরে। এই দুই জায়গায় জল প্রকল্প করছ রাজ্য সরকার। সেই জলেরই কিছুটা অংশ নিয়ে ১০ মিলিয়ন গ্যালন উৎপাদন ক্ষময়া সম্পন্ন এই প্রকল্প গড়ে তুলবে পুরসভা।