যেন মগের মুলুক! বিজেপি নেতার আপত্তি, তাই বদলাতে হবে দেশের জাতীয় সঙ্গীত! এবং জাতীয় সঙ্গীতের মর্যাদা দিতে হবে বন্দে মাতরমকে। হ্যাঁ, এমনই দাবিতে মামলা করেছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী অশ্বিনীকুমার উপাধ্যায়। তবে শুক্রবার সেই দাবি সরাসরি খারিজ করে দিল দিল্লী হাইকোর্ট। জন গণ মন ভারতের জাতীয় সঙ্গীত। সেই একই মর্যাদা দেওয়ার দাবিতে মামলা করা হয়েছিল। যা খারিজ করে দেওয়ায় জোর ধাক্কা খেল বিজেপি বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, বিজেপি’র এই নেতা নিজের হলফনামায় দাবি করেছিলেন, কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেওয়া হোক দুটি গানকেই সমান মর্যাদা দিতে। তাছাড়া দুটি গানই সব স্কুলে প্রার্থনার সময় হয়। তবে আদালত তা খারিজ করে দেয়। কেন্দ্রের পক্ষ থেকেও এই দাবির বিরুদ্ধে আপত্তি তোলা হয় আদালতে। সেখানে বলা হয়, বন্দে মাতরম বিশেষ জায়গায়, বিশেষ কারণে গাওয়া হয়। তাই জন গণ মন গানের সঙ্গে তাকে এক করে ফেলা উচিত নয়।