প্রতিবছরের মতো এবারও মহানয়ক উত্তম কুমারের মৃত্যু দিবসকে মাথায় রেখে অনুষ্ঠিত হল ‘মহানায়ক সম্মান’৷ বুধবার নজরুল মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে শুভ সূচনা হল এই অনুষ্ঠানের৷
বাংলা চলচ্চিত্রকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ই তৎপর৷ আর বাংলার চলচ্চিত্র তারকাদের উপযুক্ত সম্মান দিতেও তিনি কখনই ভোলেন না৷ মুখ্যমন্ত্রীর উদ্যোগে প্রতি বছরের মতো এ বছরও ‘মহানায়ক সম্মান’ প্রদান করা হল৷
এ বছর মহানায়ক সম্মান পেলেন টলিউডের বেশ কিছু তারকা৷ মহানায়ক সম্মান পেলেন ইন্দ্রাণী হালদার, যিশু সেনগুপ্ত, পরমব্রত চট্টোপাধ্যায় ৷ সেরা পরিচালকের সম্মান পেলেন কৌশিক গঙ্গোপাধ্যায়৷ সেরা চিত্রনাট্যের সম্মান পেলেন সৃজিত মুখোপাধ্যায়, সেরা সঙ্গীত পরিচালক প্রসূন, সেরা উদীয়মান পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, সেরা অভিনেতার সম্মান পেলেন ঋত্বিক চক্রবর্তী, সেরা কমেডিয়ানের পুরস্কার পেলেন শুভঙ্কর ভর, সেরা শিশুশিল্পী যশজিৎ।