মোদীর ‘আচ্ছে দিনে’ ঝাঁপ বন্ধ করতে বাধ্য হচ্ছে দেশের একের পর এক বিমানসংস্থা। জেট এয়ারওয়েজের পর ছোট হয়ে এসেছে এয়ার ইণ্ডিয়ার আকাশও। এবার কর্মীদের পদোন্নতি ও নতুন করে নিয়োগ বন্ধ করল তারা। কেন্দ্রের উপেক্ষার শিকার হয়ে মোদীর আমলে ভয়ংকর আর্থিক মন্দায় ভুগছে সংস্থাটি। সে কারণে বিক্রি না হওয়া পর্যন্ত সংস্থার খরচে রাশ টানতে এ হেন সিদ্ধান্ত।
প্রসঙ্গত, শীঘ্রই এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রক্রিয়া শুরু হবে। বাজেট পেশের সময়েই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছিলেন, এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের প্রক্রিয়া ফের শুরু হবে। লাগাতার বাড়তে থাকা ঋণের বোঝা ও কর্মী অসন্তোষের অজুহাতেই এ হেন সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার।
জানা গিয়েছে, এই বিলগ্নিকরণের প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সংস্থায় বেতনবৃদ্ধি ও নতুন কর্মী নিয়োগ বন্ধ থাকবে বলে জানিয়েছে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট (ডিআইপএএম)।
নির্দেশিকায় জানানো হয়েছে, বিলগ্নিকরণের কারণে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই কারণে প্রমোশন ও নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া স্থগিত করা হল। উল্লেখ্য, এর আগে ২০১৮-তে এয়ার ইন্ডিয়ার ৭৬ শতাংশ শেয়ার বিক্রির লক্ষ্য নেওয়া হয়েছিল। কিন্তু সেই বার প্রচেষ্টা সফল হয়নি। এবার দীপাবলির আগেই বিলগ্নিকরণের প্রক্রিয়া শেষ করতে চাইছে মোদী সরকার।