লোকসভা ভোটের ফলাফল বেরোতেই হিড়িক উঠেছিল বিজেপিতে যোগদানের। কিন্তু কিছুদিন যেতে না যেতেই নিজেদের ভুল বুঝতে পারছেন মানুষ। তাই বিজেপি ছাড়ছেন সকলে। ফলে অব্যাহত গেরুয়া শিবিরের ভাঙন। বিজেপির ভাঙন অব্যাহত বীরভূমেও। গতকালও প্রায় হাজারখানেক কর্মী ফিরে এলেন তৃণমূলে।
কয়েকদিন আগেই বীরভূমের তৃণমূল জেলা সভাপতির হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূলমুখী হয়েছিলেন অনেকেই৷ যে জেলায় অনুব্রত মন্ডলের প্রভাব রয়েছে সেখানে প্রধান বিরোধী শিবিরে গা না ভাসিয়ে তৃণমূলের ওপরে আস্থা রেখেই দলে যোগ দিয়েছিলেন কয়েক হাজার মানুষ, অন্তত তেমনটাই জানিয়েছিলেন তিনি৷ এবার সেই ধারাই অব্যাহত থাকল৷ দুবরাজপুর ব্লক সাহাপুর গ্রাম পঞ্চায়েতে প্রায় হাজারখানেক বিজেপির কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে পতাকা তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন সিউড়ির বিধায়ক অশোক চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল সহ সভাপতি অভিজিৎ সিনহা, দুবরাজপুর পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ শেখ মহিম ব্লক তৃণমূল সভাপতি ভোলানাথ সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলকে যে শুদ্ধিকরণের কথা ঘোষণা করেছেন তাতে সাহাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতিকে এদিন অপসারণ করা হয়েছে। এদিন বিজেপি থেকে নবীর শেখ, রাকিবুল শেখ এবং দুর্যোধন দাসের নেতৃত্বে এক হাজারের বেশি সাহাপুর অঞ্চলের কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।