বীরভূমের দেউচা পাচামিতে কয়লা ব্লকের ছাড়পত্র মিলতে চলেছে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ’১২ হাজার কোটি টাকা বিনিয়োগ হবে এখানে। ১ লক্ষ ছেলেমেয়ের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে’।
এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘রাজ্যে বেকারির সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করছি। এখনই ৪০ শতাংশ বেকারি কমেছে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সামনে কর্মসংস্থানের বিরাট সুযোগ আসছে। দেউচা পাচামি কয়লা প্রকল্প ঘিরে অনেক সম্ভাবনা থাকবে। দোকান-বাজার গড়ে উঠবে। এভাবেই কাজের সুযোগ পাবে সবাই’।
কেন্দ্রীয় কয়লা মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এই কয়লা ব্লক নিয়ে কেন্দ্র-রাজ্য সমঝোতাপত্র সই হচ্ছে আজ শুক্রবার। বীরভূমের ওই কয়লা স্তরের দায়িত্ব রাজ্যের হাতে তুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছিল গত বছর। সেই অনুযায়ী রাজ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট করপোরেশন লিমিটেডকে এর দায়িত্ব দিয়েছে। কিন্তু হস্তান্তর নিয়ে কেন্দ্র দীর্ঘদিন টালবাহানা করছিল। মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে একাধিকবার প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীদের চিঠিও লেখেন। সম্প্রতি তৃণমূল সাংসদরা বিষয়টি লোকসভাতেও তোলেন।
রাজ্যের প্রাক্তন বিদ্যুৎমন্ত্রী মণীষ গুপ্ত জানিয়েছেন, রাজ্যে কয়লার সরবরাহে ঘাটতি রয়েছে দিনে গড়ে ১৩ হাজার মেট্রিক টন। সেই ঘাটতি মিটিয়ে অন্য রাজ্যের কয়লার চাহিদা মেটাবে এই কয়লা ব্লক। বীরভূমের এই ব্লকটি আয়তনে ১২.৩১ বর্গকিলোমিটার। আনুমানিক ২১০ কোটি টন কয়লা রয়েছে সেখানে।