২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচ সচার আচার ক্রিকেট মাঠে দেখা যায় না। এক উত্তেজনাপূর্ন, অনবদ্য ফাইনাল ম্যাচ। যেই ফাইনাল এর আগে কোনো বিশ্বকাপে দেখা যায়নি। ফুটবল বা হকিতে এমন হলেও ক্রিকেটে এমন ম্যাচ দেখা যায় না। এমন এক ফাইনাল যেখানে না জিতেও বিশ্বকাপ জিতে নিয়েছে ইংল্যান্ড, আবার না হেরেও হেরেছে নিউ জিল্যান্ড। ম্যাচের হিরো যেমন হয়েছেন বেন স্টোকস তেমনই বিশ্বের দরবারে ট্র্যাজিক হিরো হয়ে থেকে গেলেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপের ফাইনালে রুদ্ধশ্বাস লড়াইয়ে নিয়মের নিগড়ে হার মানতে হয়েছে নিউজিল্যান্ডকে। ইংল্যান্ডের কাছে সেই হারের ধাক্কার সঙ্গে এখনও মানিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিউই শিবির। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, ফাইনালে কিন্তু কেউ হারেনি।
নিউজিল্যান্ডের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা ফাইনালে বাউন্ডারি সংখ্যার বিচারে বিশ্বকাপজয়ের স্বপ্নভঙ্গের বেদনার কথা গোপন করছেন না। তাঁদের অনেকেইউ ম্যাচ নিষ্পত্তির এই নিয়মকে অবাস্তব আখ্যা দিয়ে খতিয়ে দেখার প্রয়োজনীয়তার কথা বলেছেন।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে উইলিয়ামসন বলেছেন, শেষপর্যন্ত দুটি দলই সমান সমান লড়াই করেছে। ফাইনালে কোনও দলই হারেনি। তবে খেতাব পেয়েছে একটা দল, এই-ই যা।
যেভাবে এই হারকে খেলোয়াড়োচিত মানসিকতায় কিউই শিবির গ্রহণ করেছে। এজন্য তারা প্রশংসিত হয়েছে। নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন, যে নিয়ম অনুসারে টুর্নামেন্ট পরিচালিত হয়েছে, তাঁরা আগে থেকেই জানতেন।
এ ব্যাপারে তাঁর প্রথম প্রতিক্রিয়ায় উইলিয়ামসন বলেছিলেন, ‘আমি মনে করি, এ ধরনের প্রশ্ন করতে হবে বলে আপনারা কখনও ভাবেননি এবং এর উত্তর আমাকে দিতে হবে বলে আমিও ভাবিনি। যেহেতু আবেগটা এখনও তরতাজা, দুটি দলই তূল্যমূল্য লড়াই করেছে, তাই ফলাফলটা হজম করাটা একটু কঠিন।’ এই হারের কাঁটা বহু দিন বিঁধে থাকবে কিউদের গলায় তা বোঝাই যাচ্ছে অধিনায়কের কথায়।