
গত শনিবার, ১৩ জুলাই হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনালে ছিল ‘লায়ন্স ক্লাব অফ ইন্ডিয়া বিকাশ’-এর ২০১৯-‘২০ সালের জন্য বার্ষিক কমিটি গঠন অনুষ্ঠান। ও’দিন সংস্থার ২০১৯-‘২০র জন্য নয়া সভাপতি নির্বাচিত হন সেলিম নওয়াজ শাহ। এবং সংস্থার নয়া সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত রায় ও কোষাধ্যক্ষ পদে নিযুক্ত হন বিপ্লব ঘোষ।

শনিবার উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার ইনস্টলেশন অফিসার সঙ্গীতা জাটিয়া এবং মূল বক্তা ছিলেন অরবিন্দ পাল সিং। এছাড়া অনুষ্ঠানে সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেন রাজ্যসভার তরুণ সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

ও’দিন সংস্থার দায়িত্ব নিয়েই কাজ শুরু করে দেন নতুন সম্পাদক সুব্রতবাবু। অনুষ্ঠান চলাকালীন স্লাইড শোয়ের মাধ্যমে তিনি তুলে ধরেন, ২০১৯-এর জুলাই থেকে ২০২০-র জুন অবধি প্রতি মাস ধরে ধরে গোটা বছর জুড়ে তাঁর একগুচ্ছ সমাজসেবামূলক পরিকল্পনার কথা। যা লায়ন্স ক্লাব অফ ইন্ডিয়া বিকাশের চলতি বছরের সেবা কার্যক্রম প্রস্তাব বা আগামীর রূপরেখা।

সুব্রতবাবু জানিয়েছেন, জুলাই মাসে সেবা কেন্দ্র কলকাতার সঙ্গে মিলে কলকাতার একাধিক বস্তি এবং ঘিঞ্জি এলাকাগুলিতে ‘স্বচ্ছতা এই জীবন’ অভিযান করা হবে। আগস্ট মাসে, শিক্ষার বিস্তারের জন্য ‘স্বনির্ভর’-এর সহযোগিতায় ‘এডুকেশন ফর অল’ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি, ১৫ আগস্ট, স্বাধীনতা দিবসের দিন কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের সঙ্গে যৌথভাবে ‘স্বাধীনতার জন্য গান’ নামক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

চলতি বছরের সেপ্টেম্বর মাসে কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় দুঃস্থ মানুষজনকে পোশাক বিতরণ কর্মসূচীও গ্রহণ করা হয়েছে। অক্টোবরে নর্দান লাইট নার্সিং হোম এবং সেবা কেন্দ্র কলকাতার সহযোগিতায় একটি স্বাস্থ্য শিবির করা হবে। গোটা নভেম্বরেই চলবে ফের ‘স্বনির্ভর’-এর সহযোগিতায় ‘এডুকেশন ফর অল’ কর্মসূচী। শীত পড়লেই ডিসেম্বরে সংস্থার তরফে আয়োজন করা হবে দুঃস্থদের শীতবস্ত্র প্রদান কর্মসূচীর। বসবে চক্ষু অপারেশন শিবিরও।

নতুন বছরের শুরুতেই অর্থাৎ ২০২০-র জানুয়ারি মাসে একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে সঙ্গীত পরিবেশনা করবেন পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় এবং তাঁর ট্রুপ রিদম এক্সপ্রেস। এর পাশাপাশি নেওয়া হয়েছে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য ‘ফুড ফর হাঙ্গার’ কর্মসূচীও। ফেব্রুয়ারিতে কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় আয়োজন করা হবে সকলের জন্য শিক্ষার কর্মসূচী। যেখানে বই এবং নানা শিক্ষাসামগ্রী বিতরণ করা হবে।

মার্চ মাসেও কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এপ্রিলেও আরও একটি ‘এডুকেশন ফর অল’ কর্মসূচী নেওয়া হয়েছে, যেখানে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান করা হবে এবং একটি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হবে।

এছাড়াও মে মাসে কল্যাণী মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এবং জুন মাসে নর্দান লাইট নার্সিং হোম এবং সেবা কেন্দ্র কলকাতার সহযোগিতায় আবারও একটি স্বাস্থ্য শিবির করা হবে। লায়ন্স ক্লাব অফ ইন্ডিয়া বিকাশের গোটা বছরের এই কর্মসূচী ঘোষণা করতেই সকলে প্রশংসায় ভরিয়ে দেন সুব্রত রায়কে।

প্রসঙ্গত, পেশা অন্য হলেও দীর্ঘদিন ধরেই সমাজসেবার কাজে ব্রতী সুব্রত রায়। তাঁর দ্বারা উপকৃত হয়েছেন অগুনতি মানুষ। এবার লায়ন্স ক্লাব অফ ইন্ডিয়া বিকাশের সম্পাদক হয়ে সেই ধারাকেই আরও ত্বরান্বিত করতে চাইছেন তিনি।

এ কাজে তিনি পাশে পেয়েছেন তাঁর মায়ের নামাঙ্কিত কল্যাণী রায় মেমোরিয়াল ট্রাস্টকেও। দীর্ঘদিন ধরে বহু সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত এই সংস্থাও। তাই সুব্রত রায়ের নেতৃত্বে লায়ন্স ক্লাব অফ ইন্ডিয়া বিকাশ সমাজসেবায় এক অনন্য নজির গড়বে, তা বলাই বাহুল্য।