বাইশ গজের কমফরট জোন আর রাজনীতির মাঠ দু’টোর ফারাক বেশ ভালো করে টের পাচ্ছেন গম্ভীর। প্রথম সংসদীয় অধিবেশনে ‘সোজা ব্যাটে’ খেলতে গিয়ে বিপাকে পড়লেন তিনি৷ সংসদের চলতি অধিবেশনে প্রশ্ন করে গম্ভীর বিপাকে ফেললেন স্বরাষ্ট্র মন্ত্রককে। দিল্লীর আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিল্লী পুলিশকেই কাঠগড়ায় তুলেছেন গম্ভীর৷ দিল্লী পুলিশের নিয়ন্ত্রণ স্বরাষ্ট্র মন্ত্রকের হাতে৷ তাতেই বিপাকে পড়েছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, গম্ভীরকে পরামর্শ দেওয়া হয়েছে, এর পর থেকে কোনও প্রশ্ন করার আগে দলের প্রবীণ ও অভিজ্ঞ সাংসদদের থেকে পরামর্শ নিতে।
দিন কয়েক আগে পূর্ব দিল্লীর নব নির্বাচিত এই সাংসদ পরিসংখ্যান তুলে দাবি করেন, গত কয়েক বছরের তুলনায় চলতি বছরে দিল্লীতে অপরাধের হার বেড়েছে৷ ২০১৪-এর তুলনায় এখন দিল্লীতে ২৩ শতাংশ বেশি অপরাধ ঘটছে। এই দাবিতে বিপাকে পড়েন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষেণ রেড্ডি৷ তিনি জানান, দিল্লি পুলিশ ছোটখাটো জিনিস চুরির ক্ষেত্রেও অনলাইন এফআইআর দায়েরের সুযোগ দিয়েছে৷ ফলে অপরাধের সংখ্যা অনেক বেশি দেখাচ্ছে, যা প্রকৃতপক্ষে এত বেশি নয়৷