এই মুহূর্তের বৃহত্তম দল বিজেপির কাছে নয়, রাজ্যসভার দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেস হারলো তৃণমূলের কাছে! একটি কমিটিতে প্রতিনিধি পাঠাতে গিয়ে হেরে গেল কংগ্রেস। এমপ্লয়িজ স্টেট ইনশিওরেন্স কর্পোরেশনে বা ইএসআইসি-তে লোকসভা ও রাজ্যসভা থেকে এক জন করে সাংসদ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হন৷ সাধারণত এই নির্বাচন হয় মতৈক্যের ভিত্তিতে৷ এ রকম প্রচুর কমিটি আছে৷ প্রত্যেক দলই কোনও না কোনও কমিটিতে তাদের সাংসদদের প্রতিনিধি হিসেবে পাঠানোর সুযোগ পায়৷ কিন্তু এ বার মতৈক্যের ভিত্তিতে নির্বাচন নয়, রীতি ভেঙে ভোটাভুটি এবং তাকে ঘিরেই তুলকালাম তৃণমূল ও কংগ্রেসের মধ্যে৷
শেষমেশ ভোটাভুটির ফল হল, তৃণমূলের দোলা সেন পেয়েছেন ৯০টি ভোট, কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ৪৬টি ভোট এবং সিপিএমের করিম ৮টি ভোট পেয়েছেন৷ ১২টি ভোট বাতিল হয়েছে৷ কংগ্রেসের অনেকেই মেনে নিচ্ছে, এটা তাদের পক্ষে রাজনৈতিক ধাক্কা। তৃণমূলের রাজ্যসভার চিফ হুইপ সুখেন্দু শেখর রায় জানান, “লোকসভা ভোটে কংগ্রেস ও সিপিএম যে তৃণমূলকে হারাতে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে ষড়যন্ত্র করেছিল, তা সকলেই দেখেছেন৷ আমাদের তো সব আঞ্চলিক দল ভোট দিয়ে জিতিয়েছেন৷ কংগ্রেস রীতি ভেঙে প্রার্থী দিয়ে হেরে যাওয়ার পর এই হাস্যকর অভিযোগ করছে”।