তৃণমূল সব্যসাচী সংঘাত সপ্তমে৷ দলে আইন-শৃঙ্খলা ভাঙার অপরাধে রিপোর্ট জমা পড়েছে তৃণমূল সুপ্রিমোর কাছে৷ বিধাননগরের মেয়র পদ থেকে পদত্যাগের নির্দেশ দিতে পারে দল৷ এই পরিস্থিতিতে সব্যসাচী দত্ত কবে বিজেপিতে যোগ দেবেন তা নিয়ে নানা জল্পনা৷ এরই ফাঁকে সব্যসাচীকে ‘মীরজাফর’ বলে কটাক্ষ করলেন ফিরহাদ হাকিম৷
সংবাদমাধ্যমের সামনে সব্যসাচী দত্তের উদ্দেশে ফিরহাদ হাকিমের প্রশ্ন, ‘সব্যসাচী প্রমাণ করেছে ও বেইমান। মীরজাফরের মতো কাজ করেছে। দু’নৌকায় পা দিয়ে চলার অর্থ কী? ছেড়ে যেতে চাইলে ছেড়ে যাচ্ছে না কেন?’ সূত্রের খবর, দলীয় নির্দেশ মেনে সব্যসাচী নিজে পদত্যাগ না করলে তাঁর বিরুদ্ধে আনাস্থা আনবেন দলের কাউন্সিলররা৷ সোমবার মুখ্যমন্ত্রী ঘনিষ্ট নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘‘সব্যসাচী দত্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলা বলেছি৷ পার্টিতে থেকে বাজে কাজ সহ্য করা হবে না৷’’ তাঁর দাবি, ‘‘বিধাননগরের মেয়র দু’নৌকায় পা দিয়ে চলছে৷ এর প্রয়োজন নেই৷ কেই দলে অপরিহার্য নয়৷’’ দুপুর হতেই খবর ছড়িয়ে পড়ে বিধাননগরের মেয়রকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। সব্যসাচী দত্তকে ফোন করে দলের সিদ্ধান্তের কথা জানিয়েছেন ফিরহাদ হাকিম।