গোত্র। একটি মনুষ্যত্বের গল্প। হামি, কন্ঠের পর পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের আগামী ছবি। কিন্তু আদতে মানুষের প্রকৃত গোত্র কী? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছিলেন পরিচলকেরা। সেভাবেই একে একে চরিত্রেরা প্রকাশ্যে এসেছে। অনসূয়া, নাইজেল, মানালি। এবার নিজের বাড়ি ‘গোবিন্দধাম’ এবং তার সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন অনসূয়া নিজেই। সদ্য মুক্তি পেল এই গোত্র ছবির টিজার।‘গোবিন্দধাম’-এর কর্ত্রীর একমাত্র সন্তান রয়েছেন, অনির্বাণ। রয়েছে প্রায় তাঁর নিজের মেয়ের মতো, ঝুমা।… এ ছাড়াও রয়েছে নাকি এক ‘হুলো বেড়াল’! এই চরিত্রেই অভিনয় করছেন নাইজেল। আর তাঁর চরিত্র ঘিরেই প্রশ্ন, ‘কাছের মানুষ হতে গেলে গোত্র নাগে নাকি?’
এত দিন পর্যন্ত বছরে একটা ছবিই দর্শকদের উপহার দিতেন পরিচালক জুটি। কিন্তু ২০১৯ ব্যতিক্রম। এ বছর দু’টো ছবি রিলিজ করবেন তাঁরা। প্রথমে মুক্তি পেয়েছে ‘কণ্ঠ’। ‘প্রাক্তন’-এর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের সঙ্গে মানালির এটি দ্বিতীয় ছবি। মানালি বলছেন, “আমার চরিত্রের নাম ঝুমা। অনেকদিন পর মনের মতো চরিত্র পেয়েছি। খুব এক্সাইটেড লাগছে। আর ‘ঝুমা’কে বলতে পারেন উড়ন্ত প্রজাপতি”। এই ছবি রিলিজ হবে আগামী আগস্ট মাসে”।