নরেন্দ্র মোদী সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম বাজেট পেশ করলেন দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেই ঘিরে উত্তেজনার পারদ আজ চরমে। নির্মলা সীতারমণের বাজেটের তীব্র সমালোচনা করেছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি. চিদম্বরম, প্রাক্তন আইনমন্ত্রী কপিল সিব্বল, পশ্চিমবঙ্গের সাংসদ অধীর চৌধুরি সহ কংগ্রেস নেতৃবৃন্দ। তাঁদের কথায়, ‘এবারের বাজেট দিশাহীন।’
নির্মলা সীতারমণের বাজেটের তীব্র সমালোচনা করে ইউপিএ সরকারের অর্থমন্ত্রী পি. চিদম্বরম বলেন, ‘এবারের বাজেটে সংস্কারের বিষয়ে, পরিকাঠামোর বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। এমনকি মিড ডে মিল, ১০০ দিনের কাজ নিয়ে বাজেটে কোনও উল্লেখ হয়নি।’ একইসঙ্গে এলইডি বাল্বের বিক্রি ও ব্যবহার বৃদ্ধি ফলে দেশের বিদ্যুৎ বেঁচেছে বলে নির্মলা সীতারমণ যে খতিয়ান দিয়েছেন সেই প্রসঙ্গ তুলে চিদম্বরম জানান, সরকার জনমুখী হওয়া উচিত। এলইডি বাল্বের বদলে স্কুল-কলেজ শিক্ষার ব্যাপারে সরকারের বেশি দায়িত্বশীল হওয়া উচিত। এবারের বাজেটে রাজ্যের প্রতি কেন্দ্রের অনুদানের বিষয়েও কিছু উল্লেখ করা হয়নি জানিয়ে প্রাক্তন অর্থমন্ত্রীর মন্তব্য, ‘এবারে যে বাজেট পেশ হয়েছে, তা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী। এই বাজেটের ফলে রাজ্যগুলির অর্থনৈতিক ভিত্তি দুর্বল হবে।’
এবারের বাজেট নিয়ে চিদম্বরমের সুরেই সুর মিলিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী তথা বর্ষীয়ান কংগ্রেস নেতা কপিল সিব্বল। নির্মলা সীতারমণের বাজেটের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘এবারের বাজেটে নতুন ভারতের কোনও দিশা দেখলাম না। এই বাজেটে সাধারণ মানুষ অন্যায়ের শিকার হয়েছে।’ এইভাবে কেন্দ্রীয় বাজেটকে পরতে পরতে কটাক্ষ করেন বর্ষীয়ান নেতা। দেশের বড় বড় দিগ্বিগজদের নিশানায় এই বাজেট। এটা সাধারণ মানুষের কাছে এক প্রকার ভাঁওতা এমনই মনে করছেন তাঁরা।