শুক্রবার আউসগ্রাম ১ নম্বর ব্লকের বিল্বগ্রাম অঞ্চলে তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সেখানেই বিজেপি ছেড়ে প্রায় ১৩০০ কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দেন। এদিন সিপিএম ছেড়েও কয়েকশো কর্মী তৃণমূলে যোগ দেন। তবে হঠাৎ করে বৃষ্টি নামায় অনেকেই এই সভায় যোগদান করতে পারেননি। এই সভার মূল বক্তা ছিলেন, বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডল। তাঁর হাত ধরেই বিজেপি এবং সিপিএমের কর্মীরা তৃণমূলে যোগ দেন।
এদিন কর্মীসভা থেকে অনুব্রত বলেন, “যারা আসতে পারেননি বৃষ্টির জন্য, পরে কর্মীসভা করে তাঁদেরকে দলে যোগ দেওয়ানো হবে। কিন্তু এইসময় বৃষ্টির প্রয়োজন। চাষিরা এই বৃষ্টির জন্য উপকৃত হবেন”।
