ক্ষমতায় এসেই বাংলার হালহকিকত বদলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আমলে গোটা রাজ্যের রাস্তাঘাটের আমূল পরিবর্তন ঘটেছে। এবার ৩৪ নম্বর জাতীয় সড়কের একাংশ নিজের নিয়ন্ত্রণে তৈরি করতে আগ্রহী হল রাজ্য। শুক্রবার রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টকে তা জানিয়েছেন আদালত নিযুক্ত স্পেশ্যাল অফিসার অনিন্দ্য লাহিড়ী। ৩৪ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ নিয়ে এক জনস্বার্থ মামলায় গতকাল নিজের রিপোর্টে এই বিষয়টি উল্লেখ করেছেন তিনি।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি ও রাজ্যের একটি বৈঠকের সারাংশ তুলে ধরে তিনি জানিয়েছেন, আমতলা থেকে কৃষ্ণনগর পর্যন্ত ৬৮ কিলোমিটার রাস্তা রাজ্য করতে চায়। সেখানে জবরদখল থাকায় জমি অধিগ্রহণে অসুবিধা রয়েছে। রাজ্য তাই কেন্দ্রের মতো কোনও রকম হুড়োহুড়ি না করে সমস্ত জটিলতা ধাপে ধাপে কাটিয়ে রাস্তা বানাতে চায়। জানা গেছে, মালদা ও ডালখোলার বাইপাস তৈরির কাজ প্রায় শেষের মুখে। সব শুনে, বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী সপ্তাহে শুনানির দিন ধার্য করেছে। আপাতত সেদিকেই চোখ রয়েছে রাজ্য সরকারের।
