বুধবার সাঁকরাইলের রগড়া ২ নম্বর অঞ্চলের সুবর্ণরেখা নদী তীরবর্তী কাঠুয়াপাল গ্রামে রাতের অন্ধকারে ঘরে আগুন লাগিয়ে পরিবার–সহ তৃণমূলের নেতাকে পুড়িয়ে মারার চেষ্টা করা হল। এই গ্রামের বাসিন্দা তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি দিলীপ মান্না। বুধবার রাতে তাঁর বাড়িতেই এই হামলা হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপি–র দিকে। এই ঘটনার সময় দিলীপবাবুর পরিবারের সদস্যরা বাড়ির অন্য অংশে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীরা আগুন দেখে ছুটে আসেন। তাঁরাই বাড়ির সদস্যদের উদ্ধার করে বাইরে নিয়ে আসেন।
এদিন ঘটনার খবর পেয়ে তৃণমূল ব্লক সভাপতি সোমনাথ মহাপাত্র দলীয় কর্মীদের নিয়ে জরুরি বৈঠকে বসেন। তিনি বলেন, “বুধবার রাতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের কাঠুয়াপাল বুথ সভাপতি দিলীপ মান্নার বাড়িতে। টালি আর অ্যাসবেস্টসের চালাঘরের একটা অংশ পুড়ে গেছে। স্থানীয় পঞ্চায়েত আমাদের। তাও বিজেপি–র উপদ্রব চলছে। স্থানীয় এলাকাকে অশান্ত করতে চাইছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা”। এই ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে সাঁকরাইলের থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যারা আগুন লাগিয়েছে, তাদের দ্রুত গ্রেফতার করার দাবিও জানানো হয়েছে।
