বিশ্বকাপে আজ মুখোমুখি হয়েছিল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বিরাট বাহিনী। ম্যাচের শুরু থেকেই মনে হয়েছিল বড় রান করবে ভারত। কিন্তু খেলা শুরু হতেই বোঝা গেল, উইকেট বেশ স্লো। তবুও নিজের স্বাভাবিক খেলা খেললেন বিরাট। বিরাট আউট হতেই ক্রিকেটপ্রেমীরা মুষড়ে পড়েছিল। কিন্তু ধোনি ও হার্দিক পার্টনারশিপ গড়লেন। দুজনের পার্টনারশিপে আড়াইশোর গণ্ডি টপকালো ভারত। শেষ পর্যন্ত ২৬৮ রানে শেষ হলো ভারতের ইনিংস। সুতরাং ওয়েস্ট ইন্ডিজের কাছে এবার টার্গেট ২৬৯ রানের।
এ দিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কোহলি। শুরুতে ওয়েস্ট ইন্ডিয়ান পেস বোলারদের ধরেই খেলছিলেন রোহিত-রাহুল। কিন্তু ২৩ বলে ১৮ করে কিমার রোচের বলে আউট হন রোহিত। তারপর রাহুলের সঙ্গে পার্টনারশিপ গড়েন কোহলি।
৯৮ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় ভারত। তারপর বিরাটের সঙ্গে পার্টনারশিপ গড়েন বিজয় শঙ্কর। কিন্তু ১৪ রান করে কিমার রোচের বলে কিপারের কাছে ক্যাচ দিয়ে ফিরে যান শঙ্কর। কেদারও মাত্র ৭ রান করেন। কেদার আউট হতেই পুরো দায়িত্ব এসে পড়ে বিরাট ও ধোনির উপর। ধোনি শুরুতে ধরে খেলছিলেন। কিন্তু নিজের স্বাভাবিক খেলা খেলছিলেন বিরাট। নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন বিরাট। কিন্তু ৭২ রানের মাথায় ফের বলের বাউন্স বুঝতে না পেরে হোল্ডারের বলে আউট হয়ে যান কোহলি। শেষদিকে বেশ কিছু শট খেলেন হার্দিক ও ধোনি। ৪৬ করে ছয় মারতে গিয়ে কট্রেলের বলে আউট হন হার্দিক। উইকেট স্লো হওয়ায় শট মারতে অসুবিধা হচ্ছিল। শেষ ওভারে নিজের হাফসেঞ্চুরি পূর্ণ করেন ধোনি। ভারতের দেওয়া টার্গেট ওয়েস্ট ইন্ডিজ পূর্ণ করতে পারে কিনা সেটাই দেখার।