অশান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে ভাটপাড়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷ আগামী ২৮ জুন ভাটপাড়ায় যাবেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেখানে শান্তি মিছিল করবে তৃণমূল৷ এলাকার পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসনের থেকে খোঁজ নেবেন মুখ্যমন্ত্রী৷ বুধবার বিধানসভায় গিয়ে ভাটপাড়া নিয়ে বিজেপিকে খোঁচা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সমালোচনার সুরে বলেন, ‘বিজেপি ক্ষমতায় আসলে কী হতে পারে, ভাটপাড়াই তার উদাহরণ৷’
দুই স্থানীয় যুবকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলতি মাসের মাঝামাঝিতে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া-কাঁকিনাড়ার মতো এলাকা৷ ১৭ বছরের কিশোর রামবাবু সাউ, বছর চল্লিশের ধরমবীর সাউয়ের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপাড়ার পরিস্থিতি৷ পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন স্থানীয়রা৷ পুলিশের উপর ইটবৃষ্টি করা হয়৷ পালটা লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ৷ রাজ্য ছাড়িয়ে জাতীয় ইস্যুতে পরিণত হয় ভাটপাড়ার ঘটনা৷
ব্যারাকপুর পুলিশ কমিশনারের দায়িত্ব নিয়েই ভাটপাড়ায় শান্তি ফেরাতে তৎপর হন মনোজ ভার্মা৷ বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকা ডমিনেশনের কাজ করেন তিনি৷ এলাকার পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসন ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন বারাকপুরের সাংসদ অর্জুন সিং৷ বৈঠকে সকল পক্ষকে সবরকম ভাবে এলাকায় শান্তি ফেরানোর আবেদন করা হয়েছে প্রশাসনের তরফে৷