প্রায় মাঝপথে এসে পড়েছে বিশ্বকাপের লড়াই৷ এই যুদ্ধে টিকে থাকতে হলে ম্যাচ জিততেই হবে এমন পরিস্থিতিতে আজ মাঠে নামছে পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা৷
ভারতের বিরুদ্ধে হারের যন্ত্রণা এখনও রয়েছে পাক ভক্ত থেকে শুরু করে সাংবাদিকদের মধ্যেও। শনিবার তার প্রতিফলন আবারও দেখা গেল। এবং দু’টি বিষয় নিয়ে সাংবাদিকরা তীক্ষ্ণ প্রশ্ন ছুড়ে দিলেন অধিনায়ক সরফরাজ় আহমেদের দিকে। প্রথমত ভারতের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে দল কতটা তৈরি দক্ষিণ আফ্রিকাকে হারানোর ব্যাপারে। দ্বিতীয়ত ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে দাঁড়িয়ে পাক অধিনায়কের হাই তোলার ঘটনা।
সরফরাজ় অবশ্য দারুণ ভাবেই সামলে দিয়েছেন দুই বাউন্সারসুলভ প্রশ্ন। তিনি বলেছেন, ‘‘এমন ভাবে ব্যাপারটাকে দেখা হচ্ছে যেন, এই প্রথমবার ভারতের বিরুদ্ধে পাকিস্তান হারল!’’ সেখানেই না থেমে তিনি আরও বলেছেন, ‘‘বিশ্বকাপের মঞ্চে ভারতের কাছে হারলে যে কোনও পাক অধিনায়কই মানসিক চাপে পড়ে যান। তবে সেই হার মেনে নিয়েই দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য আমরা নিজেদের তৈরি করে ফেলেছি। আশা করি, রবিবার দল ঘুরে দাঁড়াবে।’
হাই তোলা প্রসঙ্গকেও এড়িয়ে যায়নি পাকিস্তান৷ বরং সপ্রতিভ ভাবে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, হাই তোলাটা কোনও অপরাধ নয়৷ সোশ্যাল মিডিয়া একটু বেশিই বাড়াবাড়ি করেছে তা নিয়ে৷
এ বারের বিশ্বকাপের ফাইনাল যে মাঠে হবে, সেই লর্ডসেই দু’দল আজ খেলতে নামবে। দু’দলই একটি করে ম্যাচ জিতেছে। দু’দলেরই পয়েন্ট তিন। দক্ষিণ আফ্রিকার চেয়ে এক ম্যাচ কম খেলে (৫ ম্যাচ) দশ দলের বিশ্বকাপে পাকিস্তান রয়েছে নয় নম্বরে। আট নম্বরে দক্ষিণ আফ্রিকা। পাশাপাশি লর্ডসের পিচ কী রকম আচরণ করবে, তা অজানা দু’পক্ষের কাছেই। ফলে দুই শিবিরেই রয়েছে চাপা উদ্বেগ।