বাইশ গজে ক্রমশই অপ্রতিরোধ্য হয়ে উঠছেন ক্যাপ্টেন কোহলি। একের পর এক রেকর্ডের মাইলফলক পেরিয়ে এবার ‘বিরাট’ ঝড়ে ভাঙতে চলেছে সচিন, লারার রেকর্ড। শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগে আবার রেকর্ড গড়ার দোরগোড়ায় ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানে পৌঁছতে আর মাত্র ১০৪ রান দরকার রান মেশিন কোহলির। মোট ৪১৫টি ইনিংসে (১৩১টি টেস্ট, ২২২টি একদিনের ম্যাচ ও ৬২টি টি২০) কোহালির সংগ্রহ ১৯ হাজার ৮৯৬ রান। ২০ হাজারের ক্লাবে পৌঁছতে লিটল মাস্টার সময় নিয়েছিলেন ৪৫৩টি ইনিংস। তার পরেই রয়েছেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা (৪৬৮টি ইনিংস)। ফলে এখন থেকেই আশায় বুক বাঁধছেন দেশের ক্রীড়া প্রেমীরা।
প্রসঙ্গত, বিশ্বকাপে এখনও পর্যন্ত সেঞ্চুরি না পেলেও দু’টি অর্ধশতরান রয়েছে বিরাটের ঝুলিতে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাত্র ১৮ রানে আউট হলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৮২ ও পাকিস্তানের বিরুদ্ধে ৭৭ রান করে প্রমাণ করে দেন, এ বিশ্বকাপে স্বমেজাজেই আছেন কোহলি। ১৬ জুন পাকিস্তান ম্যাচে ওয়ান ডে ক্রিকেটে দ্রুততম ১১ হাজার রানে পৌঁছনোর রেকর্ড গড়েন তিনি। তুলনামূলক ভাবে সহজ প্রতিপক্ষ আফগানিস্তানের বিরুদ্ধে তাঁর সেঞ্চুরির অপেক্ষায় সকল সমর্থকই। তাই বৃষ্টিতে শনিবারের ম্যাচ ভণ্ডুল হোক, তা চাইছেন না কোনও ভারতীয়ই।