শহিদ দিবস উপলক্ষ্যে আগামী ২১ জুন থেকে গোটা মাসব্যাপী জনসংযোগ যাত্রা শুরু করতে চলেছে তৃণমূল। গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছেন, তাই নিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাভিত্তিক এই পরিক্রমায় অংশ নেবেন সংশ্লিষ্ট এলাকার তৃণমূল নেতা-কর্মীরা।
রিলে রেসের আদলে এক জেলার সীমানা থেকে জেলায় জেলায় শুরু হবে যাত্রা। এভাবেই ১৮ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে চলবে এই জনসংযোগ যাত্রা। এই পরিক্রমা শেষ হওয়ার ৪৮ ঘণ্টা পর ফি বছরের মতো শহিদ দিবসের সমাবেশ হবে ধর্মতলায়।
আগামী ২০২১ সালের বিধানসভা নির্বাচনের জন্য দলের সাংগঠনিক প্রস্ততি শুরু করতে চান তৃণমূল নেত্রী। তিনি বলেন, আরও বেশি করে মানুষের কাছে পৌঁছতে হবে। সেই লক্ষ্যেই এই জনসংযোগ যাত্রা কর্মসূচি ঠিক করে দেন মমতা। প্রথমে আজ, মঙ্গলবার থেকে তা শুরু হওয়ার কথা ছিল। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানিয়েছেন, পরিবর্তিত সূচি অনুসারে ২১ জুন থেকে শুরু হবে এই যাত্রা।
দলের বাৎসরিক কেন্দ্রীয় সমাবেশ হবে তার ঠিক একমাস পর। স্বভাবতই, একইসঙ্গে নির্বাচনোত্তর পরিস্থিতিতে কর্মীদের মনোবল চাঙ্গা করার সঙ্গে সঙ্গে একুশে জুলাইয়ের সমাবেশের প্রস্তুতিও সেরে নেবে এই জনসংযোগ যাত্রা। দলের উত্তর ২৪ পরগনা জেলা পর্যবেক্ষক নির্মল ঘোষ বলেন, আসন কিছুটা কমে গেলেও সংখ্যাধিক্য মানুষ তৃণমূলকেই সমর্থন করেছে। তাই যারা ভোট দিয়েছে, তাদের যেমন অভিনন্দিত করা হবে, তেমনই যারা ভোট দেয়নি তাদের কাছেও পৌঁছে যাওয়া এই জনসংযোগ যাত্রার অন্যতম উদ্দেশ্য।
পাশাপাশি বিজেপি রাজ্যজুড়ে যে ধর্মীয় উন্মাদনা তৈরির অপচেষ্টা চালাচ্ছে, তার পাল্টা সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা নিয়ে গ্রামে, শহরে, পাড়ায় পাড়ায় ঘুরবে এই বর্ণাঢ্য জনসংযোগ যাত্রা।