চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই ৩১৯ রান করে ফেলেছেন রোহিত। দু’টি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরির সৌজন্যে। ইংল্যান্ডের স্যাঁতসেঁতে আবহাওয়ায় ওপেন করা যে খুব একটা সহজ নয়, তা রোহিতের ব্যাটিং দেখেই আন্দাজ করা যায়। শুরুর দিকে বেশি ঝুঁকি নেননি। খারাপ বলের সদ্ব্যবহার করেই সফল। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পর পাকিস্তান ম্যাচে সেঞ্চুরি। বাবা হওয়ার পর ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মার সময়টা সত্যিই খুব ভালো যাচ্ছে। আর পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংসের পর তা স্বীকারও করে নিলেন রোহিত। তিনি জানিয়েছেন, ‘আমার জীবনটা এখন ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। মেয়ে জন্মানোর পর থেকেই যেন এই ভালো সময় শুরু হয়েছে। তাই বলতে পারেন, এখন আমি ক্রিকেটটা দারুণ উপভোগ করছি’।
রোহিত শর্মার একটি শট ফিরিয়ে এনেছে সেই ২০০৩ সালের স্মৃতি। সেঞ্চুরিয়নে শোয়েব আখতারকে আপার স্কোয়ার কাটে একটি ছয় মেরেছিলেন তেন্ডুলকর। প্রায় সে রকমই একটা শট রবিবার ম্যাঞ্চেস্টারে রোহিত শর্মা মারলেন হাসান আলিকে। এর পরে দুই শটের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন ওঠে, কারটা সেরা? এমনকি আইসিসি পর্যন্ত এই দুই শটের ভিডিয়ো পোস্ট করে একই প্রশ্ন তোলে, সচিন না রোহিত, কার শটটা সেরা? যে প্রশ্নের জবাব দিয়েছেন স্বয়ং সচিন। তিনি লিখেছেন, ‘‘আমরা দু’জনই ভারতীয়। আর এ ক্ষেত্রে তো একেবারে আমচি মুম্বই। তাই হেড হোক বা টেল, জয় আমাদেরই।’’
রোহিতের প্রশংসায় পঞ্চমুখ তাঁর ছোটবেলার কোচ। রবিবার রাত থেকেই প্রতিবেশীদের অভিনন্দনে ভেসে যান ছোটবেলার কোচ দীনেশ লাড। তিনি বলেন,‘রোহিতের সঙ্গে যোগাযোগ আছে। দক্ষিণ আফ্রিকার থেকেও পাকিস্তান ম্যাচের সেঞ্চুরিটি আমাকে বেশি তৃপ্তি দিয়েছে। কারণ দক্ষিণ আফ্রিকার থেকে প্রতিপক্ষ হিসাবে পাকিস্তান বাইশ গজে ভারতীয়দের কাছে অনেক বেশি চ্যালেঞ্জের। আর রবিবার নিয়মিত ওপেনার শিখর ধাওয়ান না থাকায় ওর দায়িত্ব ছিল বেশি। সেটা দারুণভাবে পালন করেছে রোহিত। প্রচুর অভিনন্দন ফোন পেয়েছেন রোহিতের বাবা গুরনাথ শর্মা। তিনি বিশ্বকাপে ছেলের দায়িত্ববোধ দেখে নিজেই চমকে গিয়েছেন।
অধিনায়ক বিরাট কোহলি বলেছেন, এবারের বিশ্বকাপে রোহিতের দু’টি শতরানের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে করা সেঞ্চুরিটিই সেরা। এই প্রসঙ্গে রোহিতকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমি নিশ্চিত, পরের ম্যাচে সেঞ্চুরি পেলেও একই প্রশ্ন করা হবে। এর জবাব হল, জানি না। আসলে এভাবে একটা সেঞ্চুরির সঙ্গে অন্য সেঞ্চুরির তুলনা টানা সম্ভব নয়। কারণ, দেশের হয়ে সব সেঞ্চুরিই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য ছিল, অন্তত প্রথম ১০ ওভার দেখে খেলা। তাড়াহুড়ো করে রান তুলতে গিয়ে উইকেট ছুঁড়ে না দেওয়া। সব কিছু পরিকল্পনামাফিক হয়েছে বলে জয় ছিনিয়ে নিতে আমাদের সমস্যা হয়নি।