কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই হারের মুখ দেখলো লিওনেল মেসির আর্জেন্টিনা। কলম্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে যায় তাঁরা। এদিন হারের পর এখন মাঠের দোষ খুঁজতে ব্যস্ত আর্জেন্টিনা কোচ লাওনেল স্কালোনি। ম্যাচের শেষে তিনি সমালোচনা করেছেন মাঠের। স্কালোনি বলেন, “আমি মনে করি মাঠের অবস্থা ছিল লজ্জাজনক। এটা ছিল এই মাঠে প্রথম ম্যাচ। সে হিসেবে মাঠের দুর্দশা দেখে লজ্জা লাগছে। আমি জানিনা, ২-৩ টে ম্যাচের পর এই মাঠের অবস্থা কেমন হবে। প্রথম ম্যাচ হিসেবে এই মাঠ আরও ভালো হওয়া উচিত ছিল।”
এদিন ম্যাচ হেরে মাঠের দোষ দিলেও প্রতিপক্ষের প্রশংসা করতে ভোলেননি আর্জেন্টিনা কোচ। তিনি বলেন, “কলম্বিয়া ভালো দল। তারা ম্যাচের দিকে ভালোভাবে নজর রেখেছিল। সবচেয়ে গুরুত্বপূর্ন হল আমরা ভালোভাবেই তাদের মুখোমুখি হয়েছিলাম। কখনো কখনো তারা ভালো ছিল, কখনো আমরা ভালো ছিলাম।”
এদিন আর্জেন্টিনা বেশ কিছু সুযোগ পেলেও কাজে লাগাতে ব্যর্থ হয়। এমনকি তাদের তারকা প্লেয়ার মেসি অবধি সহজ সুযোগ নষ্ট করে। যার ফলে আর্জেন্টিনা গোলের খাতা খুলতে পারেনি। অন্যদিকে কলম্বিয়া নিজেদের সুযোগ কাজে লাগিয়ে ২ গোলে ম্যাচ জিতে নেয়।