এনআরএস কান্ড নিয়ে উত্তাল গোটা বাংলা। গতকালই এসএসকেএম হাসপাতালে গিয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলন তুলে নিতে বলেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে ইতিমধ্যেই পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এবার জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে অনুরোধ করে ফেসবুকে পোস্ট করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।
ফেসবুকে এই সংক্রান্ত দুটি পোস্ট করেছেন ফিরহাদ। তিনি লিখেছেন, “আন্দোলনরত ডাক্তারবাবুদের কাছে একান্ত অনুরোধ পরিষেবা শুরু করুন|বিভিন্ন হাসপাতালে রুগী মৃত্য হচ্ছে এটাকে মানবিকতার সাথে দেখুন|আপনাদের দাবি দাওয়া নিয়ে সরকারের সাথে আলোচনা শুরু করুন কিন্তু পরিষেবা অব্যাহত রাখুন| আপনাদের সুরক্ষার জন্য পুলিশি ব্যবস্থা এখনই চোখে পড়ার মতো এবং আপনাদের কর্মস্থলে আপনাদের সুরক্ষার ব্যবস্থা মুখ্যমন্ত্রী নিজে করেছেন| সাধারণ মানুষের কাছে আপনারা ভগবান আর সেই দায়িত্ব পালন করুন”।
আর একটি পোস্টে তিনি লিখেছেন, “ডাক্তারবাবুরা সাধারণ মানুষের কাছে তো ভগবান |আর সেই ভগবানরা যদি কাজ বন্ধ রাখে তাহলে আমরা সাধারণ মানুষ বাঁচবো কি করে|নিশ্চয়ই যারা ডাক্তারবাবুদের গায়ে হাত দিয়েছে তাদের উচিত ছিলো যদি চিকিৎসায় গাফিলতি সন্দেহ করতেন তাহলে নির্দিষ্ট উপায়ে যেতে পারতেন তা না করে যারা ডাক্তারবাবুদের পেটান তারা গণশত্রু এবং আদালতের কাছে দাবি থাকবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক, যাতে ভবিষ্যতে ডাক্তারবাবুদের গায়ে কেউ হাত দেওয়ার সাহস না পায়”।
মমতাও গতকাল বার্তাই দিয়েছেন জুনিয়র ডাক্তারদের। তাঁর বার্তার পরে আজ থেকে এনআরএস-সহ বিভিন্ন হাসপাতালে জরুরী বিভাগে শুরু হয়েছে পরিষেবা।