বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করার সময় হাতে চোট পেয়েছেন শিখর ধওয়ন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে নেথান কুল্টার নাইলের বলে হাতের বুড়ো আঙুলে চোট পাওয়া শিখরকে দলের মেডিকেল টিমের নজরে রাখা হচ্ছে। গতকাল বলা হয় শিখরকে দু সপ্তাহ টিমের বাইরে থাকতে হবে। মেডিকেল টিম যদি দেখতে পায় আশানুরূপ ভাবে শিখরের অবস্থার কোনও উন্নতি হচ্ছে না তখন বিসিসিআই আইসিসিকে পরিবর্তনের জন্য অনুরোধ করবে। তাই শিখর ধওয়নের ব্যাক আপ হিসেবে দলের সঙ্গে যুক্ত করা হতে পারে তরুণ ক্রিকেটার ঋষভ পন্থকে।
বোর্ড সূত্রে খবর, বাঁ হাতি এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে ধওয়ানের ব্যাক আপ হিসেবে ডেকে নেওয়া হয়েছে। বুধবার বিকেলের দিকে বা বৃহস্পতিবার সকালেই তিনি ইংল্যান্ড পৌঁছে যাবেন বলে মনে করা হচ্ছে। দলের সঙ্গে যোগ দিয়েই তিনি প্র্যাকটিস শুরু করে দেবেন। হরভজন থেকে পিটারসন সবাই ঋষভ পন্থকে নেওয়ার দাবি তুলেছেন। বোর্ডের মনোভাব দেখে বোঝা যাছে তারা ঋষভকেই দলে সুযোগ দেওয়ার দিকে এগিয়ে চলেছেন। শিখরের জায়গায় নিউজিল্যান্ড ম্যাচে ওপেন করবেন কে এল রাহুল এবং চার নম্বরের দাবিদার হিসেবেই যে ঋষভ পন্থকে নেওয়া হতে পারে তাই মনে করা হছে।