লোকসভার ফল প্রকাশের পরেই হিড়িক উঠেছিল গেরুয়া শিবিরে যোগদানের৷ কিন্তু মানুষের জন্যে কাজ করার একমাত্র জায়গা যে তৃণমূল তা ফের প্রমাণ হল৷ আজ প্রায় ৫০০ বিজেপি এবং বাম সমর্থক যোগদান করলেন তৃণমূলে৷
সোমবার উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সমর্থিত নির্দল জাহির আব্বাস ও উলুবেড়িয়া-২ নং পঞ্চায়েত সমিতির বিজেপি সমর্থিত নির্দল মৃণাল মাইতি সহ বাসুদেবপুর ও বাণীবন গ্রাম পঞ্চায়েত এলাকার ৫০০ বেশি বিজেপি ও সিপিএমের কর্মী তৃণমুলে যোগ দেন। রাজ্যের মন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক নির্মল মাজি তাঁদের হাতে ঘাসফুলের পাতাকা তুলে দেন।
বাংলার উন্নয়নে সামিল হতেই এই দলবদল বলে জানিয়েছেন দলছুট কর্মীরা৷ গেরুয়া এবং বাম শিবিরে যে মানুষের জন্য কাজ করার কোনও উপায় ছিল না তা বারেবারে স্পষ্ট হয়েছে তাঁদের কথায়৷