উত্তরপ্রদেশের আলিগড়ে শিশু খুনের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই গোটা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। নড়েচড়ে বসেছে উত্তরপ্রদেশের প্রশাসন। শিশুটির পরিবারকে সান্তনা দেওয়ার উদ্দেশ্যে তাঁদের ডেকে পাঠিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দেখা করতে চেয়েছিলেন তাঁদের সঙ্গে। কিন্তু শিশুকন্যাটির অভিভাবকেরা সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই না। আমার পরিবার থেকে কেউই যেতে চাইছে না। আমরা শুধু চাই দোষীদের মৃত্যুদন্ড দেওয়া হোক।’
প্রসঙ্গত, গত ৩০ মে থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না শিশুকন্যাটিকে। মেয়েকে খুঁজে না পেয়ে ৩১ মে থানায় অভিযোগ করেন শিশুটির অভিভাবক। পরে মেয়েটির দেহ পাওয়া যায় স্থানীয় ভ্যাট থেকে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই অভিযুক্তকে। তাদের নাম জাহিদ এবং আসলাম। অপরাধ স্বীকার করে তারা। প্রশাসন সূত্রে খবর, ওই শিশুর পরিবার জাহিদকে ৫০০০০ টাকা ধার দিয়েছিল। সেই ঋণ শোধ করতে না পারায় শিশুকে মেরে ফেলে চোখ উপড়ে নেয় জাহিদ ও আসলাম। দুই অভিযুক্তর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইন অনুসারে তদন্ত চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।
এমনিতেই উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে না পারার অভিযোগ উঠছে বারবার। আগেও উত্তর প্রদেশের কয়েকটি জায়গায় শিশুদের নির্মম অত্যাচারের শিকার হতে হয়েছে। সেই ঘটনাই আবার ঘটল দেশের সবচেয়ে বড় রাজ্যে। তীব্র নিন্দা করে ঘটনাটিকে ‘অমানবিক’ বলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীও। আর এবার শিশুটির পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করার কথা জানিয়ে দিল।