হেয়ার স্কুলের মাঠে বসবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্রোঞ্জের মূর্তি। ওই পূর্ণাবয়ব মূর্তির উদ্বোধন করা হবে আগামী ১১ জুন। শনিবার একথা জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এদিন তিনি জানান, হেয়ার স্কুলের মাঠে বিদ্যাসাগরের মূর্তির পুনঃপ্রতিষ্ঠার অনুষ্ঠানে ডাকা হবে বিশিষ্টজনেদের। এছাড়াও বিদ্যাসাগরের আরও একটি পূর্ণাবয়ব মূর্তি বসানো হবে। সেটিও ব্রোঞ্জের তৈরি বলে তিনি জানান।
লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটের আগে কলকাতায় ব়্যালি করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। ওই মিছিল চলাকালীন বিজেপির দুষ্কৃতীরা কলকাতায় বিদ্যাসাগর কলেজে ব্যাপক ঝামেলা করে বলে অভিযোগ। তাতেই ভাঙে বিদ্যাসাগরের মূর্তি। অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই ঘটনার পর জানান, বিদ্যাসাগরের ব্রোঞ্জের মূর্তি প্রতিষ্ঠা করা হবে। ১১ জুন বিদ্যাসাগরের মূর্তির পুনঃপ্রতিষ্ঠার কথাও মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। এদিন সেই অনুষ্ঠান কোথায় হবে সেটাই ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।