মমতার মতো নেত্রী, মমতার মতো মুখ রাজ্য বিজেপিতে নেই। এমনটা মানছেন খোদ বঙ্গ বিজেপির নেতারাই। রাজ্য বিজেপির একটি আলোচনায় দলের কেন্দ্রীয় নেতারাও একথা স্বীকার করে নিয়েছেন। তাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ার জন্য সংগঠনেই জোর দিতে চান তাঁরা।
এই প্রসঙ্গে দলের কেন্দ্রীয় নেতা রামলাল বলেন, ‘আমাদের দলে মমতার মতো মুখ নেই। তাই মমতার সঙ্গে লড়তে গেলে আমাদের সংগঠন দিয়েই লড়তে হবে’। তাঁর কথায়, ‘মমতার মোকাবিলায় পাল্টা মূখ নেই বলেই বাংলায় বিজেপির সংগঠনকে আরও মজবুত করতে হবে’।
তবে বিজেপি নেতারা যেটা স্বীকার করছেন না সেটা হল, তৃণমূলে একাধিক যোগ্য নেতা আছেন, বিজেপিতে সেটাও নেই। লোকসভা ভোটের আগে প্রকারন্তরে একথা স্বীকার করে নিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। কোনও রাখঢাক না রেখেই বলেছিলেন, লোকসভায় প্রার্থী হতে পারেন, এমন যোগ্য প্রার্থী তাঁদের হাতে পর্যাপ্ত সংখ্যায় নেই। তাই অন্য দল ভাঙিয়ে প্রার্থীদের নিয়ে আসা হচ্ছে বিজেপিতে। রাজ্য সভাপতির এই মন্তব্যের পর হইচই পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে।
সেবারই প্রথম নয়। তার আগে-পরেও মমতাকে প্রধানমন্ত্রী দেখতে চেয়েছিলেন দিলীপ। বাঙালি হিসাবে মমতা প্রধানমন্ত্রী হলে তাঁকে শুভেচ্ছা জানাবেন বলেও জানিয়েছিলেন। শুধু তাই নয়, মমতার সরকারের আমলেই যে বাংলার প্রকৃত উন্নয়ন হয়েছে সেকথাও সাংবাদিকদের সামনে সোজাসুজি স্বীকার করেছিলেন তিনি। মেনে নিয়েছিলেন, তাঁর গ্রামের বাড়ির সামনে ভালো রাস্তা হয়েছে। টাইম কলে সময়ে জল আসে। অর্থাৎ প্রধান বিরোধী দলের সভাপতির মুখেই মমতার সরকারের প্রশংসা শোনা গিয়েছিল।
এবার সরাসরি বিজেপি নেতারা স্বীকার করে নিলেন, মমতার মতো মুখ বিজেপিতে নেই। এমন যোগ্য নেত্রীর অভাব তাঁদের দল অনুভব করে। কেন্দ্রীয় নেতা রামলাল নিজেই সেকথা কবুল করলেন।