দিনদুপুরে রাস্তার ওপর গুলি করে খুনের চেষ্টা তৃণমূলের পঞ্চায়েত প্রধানের স্বামীকে। সোমবার বেলা ২ টো নাগাদ ঘটনাটি ঘটে মুর্শিদাবাদ জেলার নওদা থানার রঘুনাথপুরে। ঘটনার ফলে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ দিন দুপুরে নওদা ৫ নম্বর গ্রামপঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত প্রধান রিঙ্কি রায়ের স্বামী সঞ্জিত রায় গ্রামপঞ্চায়েতে গিয়েছিলেন স্ত্রীকে পৌঁছে দিতে। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা রাস্তার মাঝেই তাঁর মোটরবাইক আটকায়। তারপরেই তাঁকে লক্ষ্য করে পরপর চার রাউন্ড গুলি ছোঁড়ে দুষ্কৃতীরা। দুটো গুলি লাগে তাঁর পেটে, একটি হাতে এবং আর একটি গুলি লাগে সঞ্জিতের গলায়। স্থানীয়দের অভিযোগের তীর বিজেপি আশ্রিত দুষ্কৃতী বাহিনীর দিকে।
গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা। তাঁরা এসে দেখেন রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন সঞ্জিত। বাসিন্দারাই তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাও শুরু হয় তাঁর।
খবর পেয়ে মুর্শিদাবাদের জেলা সভাধিপতি মোসারফ হোসেন হাসপাতালে আসেন। সংবাদমাধ্যমের সামনে এদিন তিনি বলেন, “বিজেপি তাদের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই সঞ্জিতকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। পুলিশকে বলব পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে। এমন হামলা মেনে নেওয়া যায় না।” দোষীদের দ্রুত গ্রেফতারেরও দাবি জানিয়েছেন তিনি।