মুক্তি পাওয়ার পর ৫ দিন কেটে গেছে। বক্স অফিসের হিসেব বলছে একেবারেই সাফল্য পায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদী’। যেখানে বলিউডের ট্রেন্ড অনুযায়ী এখন বায়োপিক মানেই সুপারহিট, যেখানে এম.এস.ধোনি-দ্য আনটোল্ড স্টোরি ২১৬ কোটি, ভাগ মিলখা ভাগ ১৬৪ কোটির মতো ব্যবসা করেছে, সেখানে দাঁড়িয়ে এই সিনেমা এখনো ২০ কোটির অঙ্ক পেরোতে পারেনি। স্বভাবতই, এই সিনেমাকে একদম ‘ডিজাস্টার’ তকমা দিচ্ছেন সমালোচকরা।
ভোটের আগে সিনেমার মুক্তি নিয়ে ব্যাপক বিতর্ক হয়। বিরোধী দলগুলির চাপে পরে কমিশন বিবৃতি দিয়ে পিছিয়ে দেয় ছবির মুক্তি। অবশেষে নির্বাচন শেষ হয়ে ভোটের ফলপ্রকাশের পর গত সপ্তাহে শুক্রবার মুক্তি পেয়েছে এই সিনেমা। কিন্তু প্রেক্ষাগৃহে সেই সিনেমা দেখতে দর্শকদের ভিড় একেবারেই নেই।
মুক্তির পর গত চারদিনে সিনেমাটি মোট ১৪ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম দিনে ২.৮৮ কোটি, দ্বিতীয় দিনে ৩.৭৬ কোটি , তৃতীয় দিন ৫.১২ কোটি এবং চতুর্থ দিন ২.৪১ কোটি টাকা আয় করেছে সিনেমাটি। সবমিলিয়ে আয় ১৪.১৭ কোটি টাকা।
গোটা দেশজুড়ে ১২০০ টি পর্দায় মুক্তি পেয়েছে মোদীর বায়োপিক। সিনেমায় মোদীর চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। মোদীর শৈশব থেকে বর্তমান সময়ের যাত্রা, সবকিছুই তুলে ধরা হয়েছে এখানে।
তবে বিরোধী দলগুলির অভিযোগ, এই সিনেমাটিতে প্রধানমন্ত্রীকে একদম ভগবানের আসনে বসিয়েছেন নির্মাতারা। গোটা ছবি জুড়ে মোদীর গুণগান ও ‘ক্লিন’ ইমেজই প্রদর্শিত হয়েছে। যার ফলে সাধারণ দর্শকদের কাছে ভুল বার্তা পৌঁছেছে।