নেট দুনিয়া সরগরম 72তম কান ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে। সেখানে বলিউডের তারকাদের ঝলমলে পোশাক আর তাক লাগানো মেকআপ নিয়ে মানুষের মধ্যে আগ্রহের শেষ নেই। সিনেমাটোগ্রাফিতে সামগ্রিকভাবে বিশেষ কৃতিত্বের সাক্ষর রাখার জন্য এনজেনেয়াক্স স্পেশাল এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে কলকাতার মেয়ে মধুরা পালিতকে সম্মানিত করতে চলেছে কান কর্তৃপক্ষ। 28 বছরের মধুরাই প্রথম ভারতীয় যিনি এই বিভাগে পুরস্কার পেলেন। তাই কলকাতা তথা সারা ভারতের জন্য এ বছরের কান উৎসব চিরকাল স্মরণীয় হয়ে থেকে যাবে।
কান চলচ্চিত্র উৎসব, সিনেমাপ্রেমীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। সেই চর্চিত রেড কার্পেটের দুনিয়াতেই পৌঁছলেন মধুরা পালিত, কিন্তু সাজপোশাকে নয়, শিরোনাম এসেছেন তাঁর দক্ষতার জন্য। শুধু বাংলা নয়, দেশের গর্ব বলেই অভিহিত করা হচ্ছে তাঁকে। কারণ এবছর অ্যাজেনিয়াক্স বিশেষ পুরস্কারে সম্মানিত হচ্ছেন তিনি। বিশ্বের বিভিন্ন প্রান্তের সদ্য সিনেমাটোগ্রাফিতে স্নাতক, যাঁদের বিগত দুই বা তিন বছর কাজের অভিজ্ঞতা রয়েছে, তাঁদের মধ্যে থেকেই সেরাকে বেছে নেওয়া এবং তাঁকে বিশেষ প্রশিক্ষণ ও উৎসাহ দেওয়া এই পুরস্কারের লক্ষ্য। এবছর ভারতের মধুরাই এই সম্মানে সম্মানিত।
মধুরা জানালেন প্রথমে যখন খবরটা পেয়েছিলেন, তিনি খবরটা বিশ্বাসই করেননি। মধুরা জানালেন, “আমি ভেবেছিলাম কোনও ফ্রড মেল এসেছে। ওই যেমন এক কোটি টাকা জেতার মেল আসে, সেরকম। তাই পাত্তাই দিইনি। পরে আইডব্লুসিসি (ইন্ডিয়ান উইমেন সিনেমাটোগ্রাফারস কালেক্টিভ) থেকে আমাকে বলা হয় মেলের উত্তর দিতে। তখন বুঝলাম যে, হ্যাঁ, খবরটা সত্যি”।