মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই ভাটপাড়ায় মদন মিত্র বিজেপির অর্জুন পুত্র পবন সিংয়ের বিপরীতে দাঁড়িয়েছিলেন কামব্যাকের পটভূমি রচনার চেষ্টায়। কিন্তু বাস্তবে তা খাটল না। লোকসভায় গেরুয়া ঝড়ের এফেক্ট পড়ল বিধানসভা উপ নির্বাচনের ফলাফলেও। লোকসভার পাশাপাশি বেশ কয়েকটি বিধানসভা উপ নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে আজ। আর সেই কেন্দ্রগুলির মধ্যে গুরুত্বপূর্ণ ভাটপাড়া। আর সেখানেই মুকুল-পুত্রের বিরুদ্ধে শোচনীয় পরাজয় হল মদন মিত্রের।
গণনার শুরু থেকেই ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে পিছিয়ে পড়েন মদন মিত্র। এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের ছেলে পবন সিং। কমিশন সূত্রে জানা গিয়েছে, দফায় দফায় মদন মিত্রকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকে অর্জুন-পুত্র। শেষমেশ প্রায় কয়েক হাজার ভোটে জিতে গেলেন অর্জুন সিংয়ের ছেলে। প্রেস্টিজিয়াস ভোটে নিজের গড় আগলে রাখলেন অর্জুন সিং। ১৯ নির্বাচনের দিন ব্যাপক হিংসা ছড়ায় ভাটাপাড়ায়। দিনভর অগ্নিগর্ভ পরিস্থিতি থাকে ভাটপাড়ায়। গুলি-বোমাবাজি চলে। ভোট মেটার পরও হিংসা অব্যাহত থাকে ভাটপাড়ায়। জারি করা হয় ১৪৪ ধারা ৷
প্রসঙ্গত, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে দাঁড়ানোয় ভাটপাড়ার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন অর্জুন সিং। যার ফলে বিধায়ক শূন্য হয়ে পড়ে ভাটপাড়া আসনটি। ভাটপাড়ায় তি জরুরি হয়ে পড়ে উপনির্বাচন। সবাইকে চমকে দিয়ে ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে মদন মিত্রকে প্রার্থী ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রার্থী হিসেবে ঘোষণা করতেই ভাটপাড়ায় তিনি-ই জিতবেন বলে দাবি করেছিলেন মদন মিত্র।