গোয়ায় মনোহর পারিকরের অভাব বুঝল বিজেপি। গোয়ার বিধানসভা উপনির্বাচনে জোর ধাক্কা খেল বিজেপি। পানাজি কেন্দ্রে বিজেপিকে হারিয়ে জিতে গিয়েছে কংগ্রেস। লোকসভা ভোটের সঙ্গেই গোয়ার পানজি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল।
গোয়ার প্রয়াত মুখ্যমন্ত্রী মনোহর পারিকর ওই আসন থেকে লড়তেন। তাঁর কেন্দ্রে এবার বিজেপি দাঁড় করিয়েছিল সিদ্ধার্থ কুনকোলিয়েনকরকে। তাঁকে ১৭৭৫ ভোটে হারিয়ে পানাজি বিধানসভা আসনে জয়ী হয়েছেন কংগ্রেসের এতানাসিও মঁসেরাত্তে।
১৯৯৪ সাল থেকে ওই আসনে টানা জিতেছিলেন পর্রীকর। প্রায় আড়াই দশক পর পানাজি বিধানসভা আসন কংগ্রেসের কাছে হারাল বিজেপি। ৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপির ১২জন বিধায়ক আছেন। তাছাড়া মহারাষ্ট্র গোমন্তক পার্টি বা এমজিপি, গোয়া ফরওয়ার্ড পার্টি বা জিএফপি এবং তিনজন নির্দল প্রার্থীর সমর্থন রয়েছে তাদের। কংগ্রেসের এখনও পর্যন্ত আছে ১৫ জন বিধায়ক।
মনোহর পারিকরের মৃত্যুর পর থেকেই চাপে ছিল বিজেপি। কারণ গোয়ার বিজেপি শিবির পারিকরের ছাতার ছায়ায় ছিল। আর সেই ছাতা সরে যাওয়ায় দিশেহারা গেরুয়া শিবির।