ভোট পরবর্তী অশান্তি লেগেই রয়েছে কাঁকিনাড়ায়। আগামীকাল ভোটের ফলাফল, তার আগে মঙ্গলবার রাতে ভাটপাড়ায় বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হয়েছে এক জনের। আহত হয়েছেন আরও দুজন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কাঁকিনাড়া ও ভাটপাড়া এলাকয় থেকে প্রচুর বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। রাতভর তল্লাশিতে গ্রেফতার করা হয়েছে বিজেপি আশ্রিত মোট ২০জন দুষ্কৃতীকে।
জগদ্দল থানা এলাকার বিভিন্ন গলিতে পুলিশ পিকেট বসেছে। ওয়ার্ড ভিত্তিক শান্তি বৈঠক করছে পুলিশ। চলছে আধা সামরিক বাহিনীর রুট মার্চ। এলাকার মানুষ ভয় কাটিয়ে রাস্তায় বেরনো শুরু করেছে। তবে গত দুদিনের তুলনায় ধীরে ধীরে ছন্দে ফিরছে ভাটপাড়া। বুধবার সকাল থেকে এলাকায় দোকানপাট খুলেছে। নতুন করে কোনও অশান্তির খবর নেই। প্রসঙ্গত, সোমবারের পর মঙ্গলবার সকালেও কাঁকিনাড়া স্টেশনে রেল অবরোধ করে চলে বিক্ষোভ। দুষ্কৃতীরা আটকে থানা নৈহাটি লোকাল লক্ষ্য করে বোমাবাজি, ইট ছোড়ে বলে অভিযোগ। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।