অাজ সপ্তম দফার নির্বাচনে সকাল সকাল ভোট দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো তথা যুব তৃণমূলের সর্বভারতীয় সভাপতি এবং ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ দক্ষিণ কলকাতা কেন্দ্রের ২০৮ নং বুথে ভোট দেন তিনি। ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, ‘উত্সবের মেজাজে ভোট হচ্ছে। যুব সমাজ এগিয়ে এসে ভোট দিচ্ছে। এটাই গুরুত্বপূর্ণ।’
স্বয়ং ভগবানও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাঁচাতে পারবেন না জানালেন অভিষেক। তাঁর দাবি, লোকসভা ভোটে এ বার ৪২-এ ৪২-ই পাবে তৃণমূল। ভোট দিয়ে আরও আত্মবিশ্বাসী অভিষেক৷
নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যা জবাব দেওয়ার দিয়ে দিয়েছেন। ক্ষমা না-চাইলে ৩৬ ঘন্টা পরেই মানহানির মামলা করা হবে।’
মানহানিকর মন্তব্য করার অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উকিলের চিঠি পাঠিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদের আইনজীবী সঞ্জয় বসু অভিষেকের তরফে ওই চিঠিতে বলেছেন, চিঠি পাওয়ার ৩৬ ঘণ্টার মধ্যে যদি মোদী নিঃশর্তে ক্ষমা না চান তো তাঁর বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে৷