বৃহস্পতিবার মালওয়ার আগর অঞ্চলে মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা বলেছেন, ‘নাথুরাম গডসে একজন দেশভক্ত ছিলেন, আছেন এবং থাকবেন। যে সব মানুষরা তাঁকে জঙ্গি বলছে তারা সবাই নির্বাচনে উপযুক্ত জবাব পাবে।’এবার তাঁর এহেন অবান্তর মন্তব্যের পরিপ্রেক্ষিতে মুখ খুললেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
বৃহস্পতিবার ট্যুইট করে তিনি প্রশ্ন তোলেন, জাতির জনক মহাত্মা গান্ধীর খুনি যদি ‘দেশপ্রেমিক’ হন, গান্ধী কি তা হলে দেশদ্রোহী? ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞার মন্তব্যের প্রেক্ষিতেই প্রশ্ন তুলেছেন ওমর আবদুল্লা। অভিনেতা-রাজনীতিক কমল হাসানের গডসেকে নিয়ে মন্তব্যের রেশ ধরে সাধ্বী প্রজ্ঞা নাথুরামকে ‘দেশপ্রেমিক’ বলে সম্বোধন করেন। বলেন, নাথুরাম গডসে দেশপ্রেমিক ছিলেন, দেশপ্রেমিক আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। চাপের মুখে, পরে অবশ্য নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। কিন্তু এই দুঃখপ্রকাশ যে নিতান্তই লোক দেখানো তা দিনের আলোর মত স্পষ্ট।
এর আগেও বহুবার প্রচারে গিয়ে নানারকম অশালীন মন্তব্য করেছিলেন সাধ্বী। নির্বাচনের বারংবার নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি নিজেকে বদলাননি। এই মন্তব্য প্রমাণ করে দিল আবারও সাধ্বী আছেন সাধ্বীতেই।