প্রথম থেকেই খেল দেখাচ্ছে গরম। তীব্র দাবদাহে নাভিশ্বাস উঠছে মানুষের। সকাল থেকেই অনুভূত হচ্ছে চড়া উত্তাপ আর বেলা বাড়লেই রোদের চোটে বাড়ি থেকে বেরনো দায়। তারসঙ্গে আছে ‘লু’এর দাপট। চলতি সপ্তাহে দু’দিন সন্ধ্যায় বৃষ্টি হলেও তার রেশ সকাল হতেই মিলিয়ে যাচ্ছে। এরই মধ্যে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। তবে, আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী।
আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী। আবহাওয়া দফতর সূত্রে খবর শুক্রবার মুর্শিদাবাদ ও নদীয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে, বঞ্চিত হবে কলকাতা। কলকাতায় এখন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। চলবে তীব্র দাবদাহ।
শুক্রবার সকাল থেকেই কলকাতা তপ্ত। ঝড়বৃষ্টির অনুকূল পরিস্থিতি নেই বলে মনে করছে হাওয়া অফিস। এর ফলে কলকাতা ও সংলগ্ন এলাকায় অস্বস্তিকর ভ্যাপসা গরম। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দাপট বাড়ছে শুকনো গরমের। গত সোম ও মঙ্গলবারে স্বল্প সময়ের কালবৈশাখীর ফলে স্বস্তি পেয়েছিল শহরবাসী। বৃহস্পতিবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করে।
রাজ্যে বর্ষা আসতে এখনও কমপক্ষে দুই সপ্তাহ দেরি। এই গরমেই মানুষকে লোকসভা ভোটের লাইনে দাঁড়াতে হয়েছে। চল্লিশ ডিগ্রি ছুঁইছুঁই গরমে ফের ভোটের লাইনে দাঁড়ানোর কথা ভেবেই আঁতকে উঠছেন মানুষ। আর তারপরে আলিপুর আবহাওয়া দফতরের এহেন পূর্বাভাষে আরও যেন আঁতকে উঠছে কলকাতাবাসী।
–নিজস্ব চিত্র