আর দুদিন পরেই ২০১৯ লোকসভা ভোটের শেষ দফার নির্বাচন। ভোটের শেষ লগ্নে তুঙ্গে সব দলেরই প্রচার। সেই সূত্রেই উত্তরপ্রদেশে ভোটের প্রচারে গিয়েছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। এদিনের সভা থেকে কার্যত মোদী ও অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়ে এলেন তিনি।
এদিন উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে প্রিয়াঙ্কার প্রচারসভা ছিলো। সেখানে গিয়ে তিনি বলেন, “প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদীজি বলেছিলেন আপনাদের সকলের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেবেন। কিন্তু ভোটে জিতেই সেই দলেরই সর্বভারতীয় সভাপতি(অমিত শাহ) বললেন, ওটা নির্বাচনী জুমলা ছিল। এরপরও ওদের বিশ্বাস করবেন?”
এদিন আত্মবিশ্বাসের সঙ্গেই প্রিয়াঙ্কা বলেন, “মানুষকে সবকিছু ভুলিয়ে দেওয়া সম্ভব নয়। বিজেপির অসদাচরণের বিরুদ্ধে মানুষ এবার ঠিক জবাব দেবে। বিজেপির সাথে মানুষ যে আর নেই সেটা তাঁরা আরেকবার বুঝিয়ে দেবে।”