লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। কিন্তু তাতে কি। নেতা-নেত্রীদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের বন্ধ নেই। একে অপরকে আক্রমণ করা থেকে বিরত কেউ নেই। হাতে বাকি আর এক দফা। তাই শেষ মুহূর্তে সবাই তৎপর তাঁদের নির্বাচনী প্রচার নিয়ে। সেই সূত্রেই উত্তরপ্রদেশে কার্যত মোদী ও অমিত শাহকে চ্যালেঞ্জ করলেন প্রিয়াঙ্কা গান্ধী।
উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে নির্বাচনী প্রচারসভায় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বৃহস্পতিবার বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদীজি বললেন আপনাদের সকলের অ্যাকাউন্টে ১৫ লাখ টাকা দেবেন। কিন্তু ভোটে জিতেই সেই দলেরই সর্বভারতীয় সভাপতি বললেন, ওটা নির্বাচনী জুমলা ছিল। এরপরও ওদের বিশ্বাস করবেন?’ শুধু এখানেই থেমে না থেকে আত্মবিশ্বাসের সঙ্গেই প্রিয়াঙ্কা এদিন জানান, ‘মানুষকে সবকিছু ভুলিয়ে দেওয়া সম্ভব নয়। মানুষ এবার বিজেপিকে জবাব দিয়ে সেটাই আরেকবার বুঝিয়ে দেবে।’
আজ কেউ কাউকে আক্রমণ করলে তার পরেরদিনই সে তার জবাব দিচ্ছে। এ যেন চলতেই থাকছে। উল্লেখ্য, এদিন উত্তরপ্রদেশের মৌ থেকেও কংগ্রেসকে তাঁদের পরিবারতন্ত্রের অভিযোগ তুলে বিদ্ধ করেন মোদী। আর তার জবাবেই প্রিয়াঙ্কার এই ভাষণ।