বিদ্যাসাগর কলেজে হামলা এবং বিদ্যাসাগরের প্রাচীন ঐতিহ্যবাহী মূর্তি ভাঙচুরের ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা বাঙালি জাতি। সোশ্যাল মিডিয়ায় আছড়ে পড়ছে একের পর এক প্রতিবাদের লেখনী। এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সামিল হলেন ‘মূর্তিম্যান’।
বরাহনগরের নৈনানপাড়া লেনের বাসিন্দা ওই বৃদ্ধের নাম মধুসূদন মাজি। আদতে হাওড়ার বাসিন্দা, রেলের প্রাক্তন কর্মী মধুসূদনবাবুকে অনেকেই চেনেন ‘মূর্তি ম্যান’ নামে। রাস্তায় মূর্তি দেখলেই দাঁড়িয়ে পড়েন তিনি। দেখে নেন আপাদমস্তক। শরীরের তুলনায় মূর্তির মাথার আকার বড় নয় তো! মূর্তিটি যাঁর, তাঁর নাম এবং জন্ম-মৃত্যুর তারিখ ঠিকঠাক লেখা রয়েছে তো! ভুলচুক কিছু দেখলেই রাজ্যপাল, রাজ্যের বিভিন্ন দফতর এবং কলেজ-বিশ্ববিদ্যালয়ের প্রধানদের কাছে প্রতিবাদপত্র পাঠিয়ে দেন তিনি। বৃদ্ধের দাবি, সেই অনুযোগে কাজও হয়। দেশ জুড়ে যখন মূর্তি ভাঙার প্রতিযোগিতা চলে, তখন মূর্তির শুদ্ধতা রক্ষায় ব্যস্ত এই বৃদ্ধই এ দিন প্রবল বিরক্ত বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায়।
মধুসূদনবাবু বলেন, ‘‘কাল রাতে টিভিতে দেখছিলাম। এ যা চলছে, তাতে এরা যা খুশি তা-ই করতে পারে! ওরা বিদ্যাসাগরকে চেনে না, তা তো নয়। তবু ভেঙেছে। বুঝতে হবে, ইচ্ছে করেই ভেঙেছে।’’ বৃদ্ধের যুক্তি, ‘‘হিংসার আদর্শ অনুযায়ী যাঁকে সামনে পাবে, তাঁকেই নিকেশ করার মানসিকতা এটা। কোনও মানুষ না পেয়ে ওদের রাগ গিয়ে পড়েছে বিদ্যাসাগরের উপরে। আদর্শকে এ ভাবে খুন করা যায় না। ওরা জানে না, কার গায়ে হাত দিয়েছে।’’ গলায় ঝরে পড়ে প্রবল ক্ষোভ।
যত যাই কাজ থাক, কোথাও মূর্তি ভাঙার কথা শুনলেই ছুটে যান। গত বছর কেওড়াতলা শ্মশান সংলগ্ন উদ্যানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙার পরে সেখানেও পৌঁছে গিয়েছিলেন। সেই ঘটনা ব্যথিত করেছিল তাঁকে। তাই স্বাভাবিক ভাবেই মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনাতেও প্রবল ক্ষুব্ধ তিনি।
প্রবল ক্ষোভ নিয়ে মূর্তিম্যান জানাচ্ছেন ‘‘এখনও ওদের না থামালে যে কোনও দিন যে কেউ আমাদের সংস্কৃতি ভেঙে দেবে!’’ ২০১২ সালে এই মধুসূদনবাবুই এক অনুষ্ঠানে রবীন্দ্র সদনে গিয়ে দেখেন, সেই চত্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় মূর্তি থাকলেও তাতে লেখা নেই, মূর্তিটি আদতে কার! এ নিয়ে সদনের তৎকালীন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারকে চিঠি দেন তিনি। সদন কর্তৃপক্ষ মূর্তির নীচে রবীন্দ্রনাথের নাম এবং জন্ম-মৃত্যুর তথ্য লিখলেও মৃত্যুর তারিখে ভুল ছিল। আবার চিঠি দেন মধুসূদনবাবু। ভুল দ্রুত সংশোধন হয় সেই চিঠি পেয়ে। একই ভাবে কলকাতা ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় চত্বরের রবীন্দ্র-মূর্তি, বাবুঘাটের কাছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি, ময়দান এলাকায় মাতঙ্গিনী হাজরার মূর্তি এবং আকাশবাণী ভবনের সামনে চিত্তরঞ্জন দাশের মূর্তির নীচেও নাম এবং জন্ম-মৃত্যুর তথ্য লেখার আর্জি জানিয়ে চিঠি দিয়েছিলেন মধুসূদনবাবু। সেই প্রস্তাব অনুযায়ী কাজ করার কথা জানিয়ে এসেছিল সরকারি উত্তরও।
কিন্তু কিছুদিন আগেই হাত ভেঙেছিল তাঁর। তাই তাঁর স্ত্রী চাইছেন না এই ঝামেলার মধ্যে তিনি যান। একই মন্তব্য তাঁর পুত্রবধূ-সহ গোটা পরিবারের। কিন্তু তিনি তো মূর্তিম্যান। পাথরের মূর্তিতে খুঁজে পান তিনি। মূর্তির অবমাননা তিনি এতটুকুও সহ্য করতে পারেন না। তাই সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করেই বিদ্যাসাগর কলেজে হাজির হতে চান মূর্তিম্যান।