গত বৃহস্পতিবার রাতে, পশ্চিম মেদিনীপুরের পিংলার মন্ডলবাড় এলাকায় ভারতী ঘোষের গাড়ি থেকে দু’কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। ভোটে টাকা বিলির অভিযোগ উঠেছিল ঘাটালের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। সম্প্রতি আসানসোল থেকেও এক কোটি টাকা-সহ গ্রেফতার হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ক। তারই মধ্যে আবার বৃহস্পতিবার দুর্গাপুর স্টেশন থেকে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে। তাঁর কাছ থেকে নগদ ৭০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। তার নাম সুরেশ কুমার বর্মণ। উল্লেখযোগ্য হল, সে বারাণসীর বাসিন্দা। এই টাকা তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন তার সদুত্তর এখনও পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, অনেকগুলো ট্রেন পালটে সে দুর্গাপুরে আসে। স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে তাকে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ ধরে। তল্লাশিতে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। জানা গেছে ওই ব্যক্তি বারাণসীর বিজেপি কর্মী। নিজেকে মোদীভক্ত বলেই পরিচয় দেন তিনি। আবার, কলকাতা ভোটের ঠিক আগেই কলকাতা থেকে উদ্ধার প্রায় এক কোটি টাকা। বুধবার ওই ঘটনায় বিহারের দুই বাসিন্দাকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। তাঁদের নাম- কুনাল কুমার ও রাহুল কুমার। তাঁদের গ্রেফতার করা হয় বড়বাজার এলাকা থেকে। প্রসঙ্গত, ভোটের বাজারে ভিনরাজ্য থেকে টাকা আসার অভিযোগ নিয়ে বারবার সরব হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি যে মোটেই ভ্রান্ত নয়, তা প্রমাণ হয়ে যাচ্ছে একের পর এক ঘটনায়।