ভোটযুদ্ধে বাজিমাত করতে মানুষকে ভুল বোঝানোর দায়িত্ব সুকৌশলে পালন করেছিলো রাজস্থানের পূর্ববর্তী বিজেপি সরকার। সরকারি বিদ্যালয়গুলির সিলেবাসে আরএসএস এর সদস্য বিনায়ক দামোদর সাভারকারের আত্মজীবনী পড়ানো চালু করেছিলো তাঁরা। যদিও বিরোধীরা প্রথম থেকেই বলে এসেছেন যে, পাঠ্যবইতে সাভারকারকে নিয়ে শুধুমাত্র গুণগান করা হয়েছে এবং প্রকৃত সত্য লুকিয়ে গিয়েছে বিজেপি। এই নিয়ে তাঁরা প্রতিবাদও করেছিলেন।
রাজস্থানের বর্তমান সরকার এই সিলেবাস বদলাতে আগ্রহী। পাঠ্যবইতে বিনায়ক দামোদর সাভারকারের জীবনকাহিনি বদলাতে চলেছে রাজস্থান সরকার – এমনটাই বিবৃতি দিয়েছে তাঁরা। বর্তমান রাজস্থান সরকারের দাবি, সাভারকারকে নিয়ে ভুল তথ্য দিয়েছে বিজেপি সরকার। এদিন একটি বিবৃতির মাধ্যমে সরকারের তরফে জানানো হয়েছে, পাঠ্যবইগুলিতে সাভারকারের জীবনীতে প্রকৃত সত্য প্রকাশ করতে চলেছেন তাঁরা।
রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ দোতাসরার কথায়, “আরএসএস-এর রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাভারকারের আত্মজীবনী অতিরঞ্জিত করে প্রকাশ করা হয়েছে পাঠ্যবইতে। যা সাধারণ মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছে।”
ব্রিটিশ সরকারের কাছে সাভারকার যে মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছিলেন এবং পরবর্তীতে ব্রিটিশদের চর হয়ে কাজ করেছিলেন, এই সত্যগুলো মূলত পাঠ্যবইয়ে এড়িয়ে গিয়েছিলো বিজেপি সরকার। এখন সেই তথ্যই মূলত অন্তর্ভুক্ত হতে চলেছে পাঠ্যবইগুলিতে।