অলওয়ার গণধর্ষণ নিয়ে দু’জনের বাগবিতন্ডায় আগেই সরগরম ছিল জাতীয় রাজনীতি। লাগাতার আক্রমণ-প্রতি আক্রমণ চলছিলই। নরেন্দ্র মোদীর কটাক্ষ ছিল মায়াবতীর ‘কুমীরাশ্রু’। পাল্টা ইস্তফার দাবি তুলেছিলেন মায়াবতী। এবার মোদী সরকারকে ‘ডুবন্ত জাহাজ’ বললেন মায়াবতী। মঙ্গলবার টুইটারে মোদী তথা বিজেপি সরকারকে আক্রমণ করে হিন্দিতে বিএসপি সুপ্রিমো লেখেন, ‘মোদী সরকার ডুবন্ত জাহাজ। এটার প্রমাণ, আরএসএস সেই জাহাজ ছেড়ে দিয়েছে।’ শুধু তাই নয়, জোটসঙ্গী তথা বিজেপির ‘মার্গদর্শক’ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘকেও (আরএসএস) এই মন্তব্যের সঙ্গে জুড়ে দিয়ে বিএসপি সুপ্রিমোর মন্তব্য, আরএএস-ও সেই জাহাজ ত্যাগ করেছে। যার ফলে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে বিজেপি।
প্রসঙ্গত, আম জনতার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা, বছরে দু’কোটি বেকার যুবক-যুবতীর চাকরির মতো বহু প্রতিশ্রুতি দিয়ে ২০১৪ সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন, পাঁচ বছর দেশ চালানোর পর সেই প্রতিশ্রুতির কার্যত কিছুই পূরণ হয়নি। সেই প্রসঙ্গ তুলেই মায়াবতীর খোঁচা, ‘প্রতিশ্রুতি পূরণ করতে না পারায় জনসাধারণ ক্ষুব্ধ। সেই ক্ষোভের আঁচ পেয়েই বিজেপির হয়ে প্রচারে কোথাও আরএসএস নেতা-কর্মীদের দেখা যাচ্ছে না। আর সেই কারণে মোদীও হতাশ।’ আদর্শ প্রধানমন্ত্রী কেমন হবেন, তা নিয়েও নিজের মত প্রকাশ করে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রকৃত প্রধানমন্ত্রী সে-ই, যিনি গণতন্ত্র মেনে দেশ চালাতে পারেন।’ রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা, মোদী যে গণতন্ত্র মানছেন না, পরোক্ষে কার্যত সেই বার্তাই দিতে চেয়েছেন মায়াবতী।