মোহন বাগান, ইস্টবেঙ্গল-সহ আই লিগের সাত ক্লাবকে সুপার কাপে না খেলার জন্য দোষী সাব্যস্ত করল এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটি। সম্প্রতি দিল্লীতে একটি হোটেলে শৃঙ্খলারক্ষা কমিটির পাঁচ সদস্য নিজেদের মধ্যে রিভিউ মিটিংয়ে বসেছিলেন। সাত ক্লাবই শো-কজের জবাব দিয়েছিল। তারপর দিল্লীতে সশরীরে উপস্থিত থেকে সাক্ষ্য দেন বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। শো-কজের উত্তর এবং বিভিন্ন ক্লাবের পদাধিকারীদের বক্তব্য খতিয়ে দেখে সুপার কাপে না খেলার জন্য সাত ক্লাবকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
ইস্ট বেঙ্গল কর্মসমিতি আবার সুপার কাপে খেলতে চেয়েছিল। ইস্ট বেঙ্গলের প্রতিনিধি হিসাবে ক্রিকেট সচিব দিল্লীতে গিয়ে সাক্ষ্যও দিয়েছিলেন। লাল হলুদের ইনভেস্টর প্রতিযোগিতায় খেলতে চায়নি। শাস্তি দেওয়ার সময়ে এই ব্যাপারটি নিয়েও আলোচনা হয়েছে শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যদের মধ্যে। শাস্তির কারণ সম্বলিত ড্রাফট এই সপ্তাহেই ফেডারেশন সচিব কুশল দাসের কাছে পাঠানো হবে। এরপর তিনি লিগ্যাল সেলের সঙ্গে কথা বলবেন। তারপর ফেডারেশন কর্মসমিতির সভা ডেকে হবে ঘোষণা।
শৃঙ্খলারক্ষা কমিটির পাঁচ জন সদস্যই সাত ক্লাবকে শাস্তি দেওয়ার সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছেন। তবে এই সাত ক্লাবের মধ্যে মোহন বাগানের অপরাধের গভীরতা কম। কারণ তাঁরা সুপার কাপের জন্য খেলোয়াড়দের নাম ঘোষণা করেনি। পুরো প্রক্রিয়া শেষ হতে মে মাসের শেষ সপ্তাহ হয়ে যাবে। কারণ ২৩ মে’র পর প্রফুল্ল প্যাটেল ফেডারেশনের কাজকর্ম ফের শুরু করবেন। আপাতত ফুটবল সংক্রান্ত ব্যাপারে ‘ছুটিতে’ আছেন তিনি।