লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফা মিটতে না মিটতেই নির্বাচন কমিশনের কোপের মুখে পড়ল বিজেপি নেতৃত্ব। ধর্ম নিয়ে রাজনীতি করা প্রচারে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বিজেপি। এইবার সেই কারণেই নির্বাচন বিধি লঙ্ঘন করার অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী তথা বেগুসরাইয়ের বিজেপি প্রার্থী গিরিরাজ সিংকে শোকজ নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারে গিয়ে ভাষণের সময় বেফাঁস মন্তব্য করার জেরে নির্বাচন কমিশনের কোপের মুখে পড়তে হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ এপ্রিল নিজের কেন্দ্রে প্রচার করতে গিয়ে ভাষণ দেওয়ার সময় তিনি বিধিভঙ্গ করেন বলে অভিযোগ। ওই দিন বেগুসরাইয়ের জনসভায় ভাষণ দিতে গিয়ে মুসলিম সম্প্রদায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন গিরিরাজ সিং। তিনি বলেন, মৃত্যুর পরেও সমাধিস্থ করার জন্য মুসলিমদের জমির প্রয়োজন হয়। ভাষণে তিনি বলেন, ‘আমি বলতে চাই, গিরিরাজ সিংয়ের পূর্বপুরুষরা মারা যাওয়ার পরে তাঁদের শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। মরে যাওয়ার পরেও তোমাদের এক গজ জমি দরকার হয় আপনার দেহ সমাধিস্থ করার জন্য। বন্দে মাতরম উচ্চারণ করতে তোমাদের সমস্যা হয়, এই দেশ কিন্তু তোমাদের কখনও ক্ষমা করবে না।’
এই মন্তব্যের জেরেই বিপাকে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা। এর আগেও বেফাঁস মন্তব্য করার জেরে বেশ কয়েক বার বিতর্কের জন্ম দিয়েছেন গিরিরাজ সিং।