২০০২ সাল। এক অভিশপ্ত বছর। গোধরায় সবরমতী এক্সপ্রেসে আগুন দিয়ে ৫৯ জন করসেবককে হত্যা করা হয়। তারপরে তিন দিন ধরে গুজরাতে দাঙ্গা চলে। ১ হাজার মানুষ নিহত হন। তখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। এই ঘটনায় যে মোদী সরকারের হাত ছিল এমনই মনে করা হয়। এবার পাঞ্জাবের প্রধানমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং প্রশ্ন তুললেন, মোদীকে যদি গোধরার ঘটনার জন্য দায়ী করা হয়, তাহলে কেমন হবে?
ঘটনার সূত্রপাত করেছেন মোদী নিজেই। ১৯৮৪-র শিখ দাঙ্গার জন্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে দায়ী করেছে বিজেপি। পাঞ্জাবের প্রধানমন্ত্রী ক্যাপটেন অমরিন্দর সিং তার জবাবেই বললেন, মোদীকে যদি গোধরার ঘটনার জন্য দায়ী করা হয়, তাহলে কেমন হবে?
’৮৪-র দাঙ্গার পরে অভিযোগ ওঠে, কয়েকজন কংগ্রেস নেতা মারমুখী জনতাকে নেতৃত্ব দিয়েছিলেন। অমরিন্দর সিং পরোক্ষে সেই প্রসঙ্গ তুলে বলেন, কয়েকজন নেতা দাঙ্গায় জড়িত থাকতে পারেন। কিন্তু তার জন্য প্রধানমন্ত্রী মোদী রাজীব গান্ধী বা কংগ্রেসকে দায়ী করতে পারেন না।এই সঙ্গে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মোদীকে মনে করিয়ে দেন, আরএসএস এবং বিজেপির কয়েকজন নেতার নামেও এফআইআর হয়েছে।
এবারের ভোটে গত সপ্তাহ থেকে রাজীব গান্ধীর সমালোচনা করছে বিজেপি। প্রথমে প্রধানমন্ত্রী মোদী বলেন, রাজীবের জীবন শেষ হয়েছিল ভ্রষ্টাচারী নম্বর ওয়ান হিসাবে। রাজীব গান্ধীর দুই সন্তান রাহুল গান্ধী ও প্রিয়ঙ্কা গান্ধী বঢরা তো বটেই, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ওই মন্তব্যের নিন্দা করেন।