কয়েকদিন আগে সভামঞ্চ থেকে মোদীর অভিযোগ করেছিলেন যে ‘ব্যক্তিগত হলিডে ট্রিপ’-এ ভারতীয় নৌসেনার যুদ্ধজাহাজ আইএনএস বিরাট ব্যবহার করেছেন রাজীব গান্ধী। তারপরই একের পর এক জয়গা থেকে দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। প্রয়াত প্রধানমন্ত্রীকে নিয়ে এহেন মন্তব্য দেশের কোনো ক্ষেত্রই খুব একটা ভালো চোখে দেখেনি। কংগ্রেসও এই নিয়ে সোচ্চার হয়েছে। এবার বলিউড তারকা অক্ষয় কুমারকে আইএনএস সুমিত্রায় নিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুললেন কংগ্রেসের সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজিস্ট দিব্যা স্পন্দনা।
প্রসঙ্গত, কয়েকদিন ধরেই অক্ষয় কুমারের ভারতীয় নাগরিকত্ব নিয়ে আলোচনা চলছিল। এইবার সেই বিতর্কেই নতুন মাত্রা। কানাডার একজন নাগরিককে যুদ্ধজাহাজে তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের সুরক্ষা বিপন্ন করেছেন বলে অভিযোগ করেছেন দিব্যা স্পন্দনা।
তাঁর নাগরিকত্ব নিয়ে জল্পনা চলায় গত সপ্তাহে বলিউড অভিনেতা অক্ষয় কুমারনিজেই জানিয়েছিলেন যে তাঁর কানাডার পাসপোর্ট রয়েছে। আইএনএস বিরাট ইস্যুতে নিজের অবস্থান জানাতে এর আগে অমিতাভ বচ্চনের কাছেও অনুরোধ রেখেছিলেন দিব্যা স্পন্দনা।