সোশ্যাল মিডিয়ায় সবাই সিদ্ধ হস্ত। সেখানে যে যার নিজের মনের মত পোস্ট করে। ভুলে যায় সাইবার ক্রাইম নামক এক বস্তু আছে। আর এইবার সেই ভুলের এইবার মাশুল দিতে হল রামপুরহাটের এক যুবককে। ধৃতের নাম অভিষেক শর্মা। মুখ্যমন্ত্রীর ছবি বিকৃতি করে সোশ্যাল মিডিয়ায় দেওয়ার অপরাধে রামপুরহাট থেকে তাঁকে গ্রেপ্তার করেন লালবাজার সাইবার দমন শাখার অফিসাররা।
পুলিশ সূত্রে খবর, বেহালার বাসিন্দা সোহম রায় গত ২৩ এপ্রিল সাইবার থানায় অভিযোগে জানান যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অত্যন্ত কুরুচিকর ভাবে বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিষেক শর্মা নামে এক যুবক। সোশ্যাল মিডিয়ার নির্দিষ্ট সাইটটিও অভিযোগপত্রের সঙ্গে যুক্ত করে দেন সোহম। তিনি আরও অভিযোগ করে জানান যে, যেভাবে ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে , তাতে উত্তেজনার সৃষ্টি হয়েছে এবং মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়েছে।
সূত্র থেকে আরও জানা যায় যে ছবিটির উৎস সন্ধান করতে গিয়ে জানা যায় ফটোশপের মাধ্যমে ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে অভিযুক্ত। তাঁর বাড়ি রামপুরহাটের নিশ্চিন্তপুরে। তাঁকে গ্রেপ্তারের সময় তাঁর থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে।
ধৃতকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ১৩ মে পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনা থেকে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত মানুষজনের কাছে অন্যতম উদাহরণ।